৮ সেপ্টেম্বর ১৯৬৬
‘স্টার ট্রেক’–এর প্রথম পর্ব সম্প্রচার করা হলো
জেন রডেনবারির বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক টিভি সিরিজ ‘স্টার ট্রেক’ প্রথমবারের মতো টেলিভিশন পর্দায় দেখা গেল। ত্রয়োবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে গড়ে ওঠা আদি ‘স্টার ট্রেক’–এ দেখা যায়, ক্যাপ্টেন জেম টি কার্কের (অভিনেতা উইলিয়াম শ্যাটনার) নেতৃত্বে স্টারশিপ এন্টারপ্রাইজের এক মহাজাগতিক অভিযান। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার মি. স্পোক (লিওনার্ড নিময়) ও চিফ মেডিকেল অফিসার লিওনার্ড ম্যাককয় (ডিফরেস্ট কেলি) ও ক্রুরা। শুরুতেই দর্শকপ্রিয়তা পায়নি ‘স্টার ট্রেক’। তাই মোট ৭৯ পর্বের মোট তিনটি মৌসুম প্রচারিত হয়েছিল ‘স্টার ট্রেক’–এর।
কিন্তু ট্রাইকোডারের মতো অনেক প্রযুক্তিযন্ত্র এই সিরিজে দেখানো হয়েছে, যা প্রযুক্তিপ্রেমী প্রজন্মকে প্রভাবিত করেছে। বিশেষ করে যাঁরা বহনযোগ্য কম্পিউটার ও যোগাযোগযন্ত্র পছন্দ করেন। ‘স্টার ট্রেক’ প্রচারিত হতো এনবিসি চ্যানেলে। ১৯৬৯ সালের ২ সেপ্টেম্বর এর সর্বশেষ পর্ব সম্প্রচার করা হয়।
প্রযুক্তির এই দিনে: ৮ সেপ্টেম্বর