ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বই বিক্রির ওয়েবসাইট প্রথমা ডটকমে চলছে ‘প্রথমা বিশ্বকাঁপন কুইজ’। এই কুইজে পুরস্কার হিসেবে জার্সি পাবেন বিজয়ী পাঠকেরা। এ জন্য আজ শনিবার প্রথমা ডটকম এবং কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিগাবাইট টেকনোলজির মধ্যে একটি চুক্তি হয়েছে।
রাজধানীর প্রথম আলো কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, মার্কেটিং ও বিক্রয় নির্বাহী নাসিফ আলম এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও ডিজিটাল ট্রান্সফরমেশনের সমন্বয়ক মুনির হাসান, প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান, প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাভেদ হুসেন, ব্যবস্থাপক হুমায়ুন কবির, পাণ্ডুলিপি সম্পাদক হুমায়ূন শফিক, আনিসুর রহমান ও লেখক রাহিতুল ইসলাম।
চুক্তি অনুযায়ী বিশ্বকাপ ফুটবল কুইজ উপলক্ষে কুইজ বিজয়ীদের জন্য প্রথমা ডটকমকে গিগাবাইট জার্সি ও টুপি প্রদান করবে।
চুক্তি সই অনুষ্ঠানে মুনির হাসান বলেন, ‘গিগাবাইট এখন বইয়ের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা খুব ভালো বিষয়। আশা করি, বইয়ের আরও অনেক কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত হবে।’
রাসেল রায়হান বলেন, ‘এখন ফুটবলের মৌসুম চলছে। বিশ্বকাপ সামনে রেখে প্রথমা ডটকম বইয়ের পাঠকদের নিয়ে কুইজ প্রচারণা শুরু করেছে। অনেক সাড়াও পাওয়া যাচ্ছে। এ উদ্যোগের সঙ্গে গিগাবাইট যুক্ত হওয়ায় উদ্যোগটি আরও বিস্তৃত হবে।’
খাজা মো. আনাস খান বলেন, ‘প্রথমা ডটকমের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুশি। গিগাবাইট বই নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চায়।’