বাজারে এল প্যাক–ম্যান গেম

প্যাক–ম্যান প্রকাশিত। ১৯৮০ সালের ২২ মে জাপানে আরকেড ঘরানার ‘প্যাক–ম্যান’ গেম প্রকাশ করে ন্যামকো। গোলকধাঁধার (মেইজ) সমাধানভিত্তিক এই ভিডিও গেম ছাড়া হয় আরকেডের জন্য ।

প্যাক–ম্যান গেম

২২ মে ১৯৮০
প্যাক–ম্যান গেম প্রকাশিত
১৯৮০ সালের ২২ মে জাপানে আরকেড ঘরানার ‘প্যাক–ম্যান’ গেম প্রকাশ করে ন্যামকো। জাপানে প্রচলিত ‘পাক ম্যান’ থেকে প্যাক–ম্যান নাম এসেছে। গোলকধাঁধার (মেজাজ) সমাধানভিত্তিক এই ভিডিও গেম ছাড়া হয় আরকেডের (গেম খেলার এক যন্ত্র, বাংলাদেশের বিভিন্ন দোকান ও বিনোদনকেন্দ্রে এখনো দেখা যায়) জন্য। জয়স্টিক ওপরে–নিচে, ডানে–বামে করে প্যাক–ম্যানকে লক্ষ্যে নিয়ে যেতে হয়।
প্যাক–ম্যান গেম তৈরির শুরু ১৯৭৯ সালে। তরু ইওয়াতানির নেতৃত্বে ৯ সদস্যের দল এটি তৈরি করে, যা নারী ও পুরুষ সবার কাছেই আবেদন তৈরি করে। ছোট ছোট বিন্দুর মধ্যে লুকিয়ে থাকা ভূতরূপী বড় বড় বিন্দু খায় প্যাকম্যান। গোলকধাঁধার মধ্যে ছোট ছোট বিন্দুর পথ পেরিয়ে এগিয়ে যেতে হয়। হা করা মুখের আদলে দেখতে প্যাক–ম্যান পিৎজার মতো, যার একটি একটি টুকরা সরিয়ে ফেলা হয়েছে। রঙিন প্যাক–ম্যান কমবয়সীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। ‘পাকু পাকু তেবেরু’—জাপানি এই বাগধারা প্যাক–ম্যান গেমের অনুপ্রেরণা। বাগধারাটি গপগপ করে খাওয়া বোঝায়।
প্যাক–ম্যান তুমুল বাণিজ্যিক সাফল্যের সঙ্গে সমালোচকদেরও প্রশংসা পায়। প্যাক–ম্যান চরিত্রটি এর নির্মাতা বান্দাই ন্যামকোর আনুষ্ঠানিক মাসকট হয়ে ওঠে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী প্যাক–ম্যান ১ হাজার ৪০০ কোটি (১৪ বিলিয়ন) মার্কিন ডলারের ব্যবসা করে গেমশিল্পে রেকর্ড করেছে। প্যাক–ম্যানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গেমের একটি হিসেবে বিবেচনা করা হয়। প্যাক–ম্যান গেমকে ভিত্তি করে টিভি সিরিয়াল, কমিক, বই নানা কিছু হয়েছে।

প্যাক–ম্যানের স্রষ্টা তরু ইওয়াতানি
উইকিপিডিয়া

২২ মে ১৯৭৩
ইথারনেটের প্রথম চিত্র, প্রথম ধারণা
আজ থেকে ৬০ বছর আগে এই দিনে জেরক্স প্যালো অ্যালটো রিসার্চ সেন্টারের গবেষক রবার্ট মেকা নিজের লিখিত ‘ইথারনেট’–এর প্রস্তাব দেন। ইথারনেট মানে হলো, একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগব্যবস্থা। মেকা আইবিএমের একটি সিলেকট্রিক টাইপ রাইটারে লিখে তাঁর ধারণার ব্যাখ্যা দেন। সঙ্গে কম্পিউটারগুলো কীভাবে একটি আরেকটির সঙ্গে সংযুক্ত থাকবে, তা হাতে আঁকা চিত্রে তুলেও ধরেন।

রবার্ট মেকার আঁকা চিত্রে দেখা যায়, আন্তসংযোগ স্থাপনের জন্য বিভিন্ন শাখা–প্রশাখায় তার, টেলিফোন ও রেডিও ইথার ব্যবহৃত হবে, যাকে আজ আমরা ইন্টারনেট বলি। ইথারনেট যদি একটি নথিতে এক ব্যক্তির হাতে বা এক দিনে উদ্ভাবিত হয়ে থাকে, তবে এটিই সেটি। ১৯৭৩ সালের ২২ মে রবার্ট মেকা যা প্রকাশ করেছিলেন।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, উইকিপিডিয়া ও কম্পিউটার হোপ

রবার্ট মেকার হাতে আঁকা ইথারনেট সংযোগের চিত্র। চিত্রের লেখা বাংলায় দেওয়া হলো
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি