ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটিভার্স উৎসব শেষ হচ্ছে কাল

আইটিভার্স আয়োজনে চলছে শিক্ষার্থীদের প্রতিযোগিতা। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়েপ্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) তথ্যপ্রযুক্তি উৎসব আইটিভার্স শেষ হচ্ছে আগামীকাল রোববার। প্রথম দুই দিনের আয়োজন ছিল ভার্চ্যুয়াল মাধ্যমে। আজ শনিবার সরাসরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে টানা ৩ ঘণ্টা হ্যাকাথনের দলগুলো তাদের তৈরি সফটওয়্যার বিচারকদের সামনে উপস্থাপন করে। এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় হ্যাকাথন শুরু হয়। মোট ২৯টি দল তিনটি শ্রেণিতে এই প্রতিযোগিতায় অংশ নেয়। আইআইটির একাডেমিক ভবনে টানা ২৪ ঘণ্টা থেকে প্রতিযোগীরা বিভিন্ন সফটওয়্যার-সমাধান তৈরি করেন। পরে সেসব বিচারকদের দেখানো হয়।

এর আগে গত বুধবার ভার্চ্যুয়াল মাধ্যমে সেরা ইউজার ইন্টারফেস নকশা প্রতিযোগিতায় ৪২টি দল অংশ নেয়। প্রতি দলে ছিলেন তিনজন করে। গত বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সিটিএফ’ (ক্যাপচার দ্য ফ্ল্যাগ)-এ অনলাইনে অংশ নিয়েছে মোট ১৫০টি দল।

আইটিভার্সে রয়েছে নানা আয়োজন। হ্যাকাথনের পাশাপাশি চলছে ‘কোড রিফ্যাকটরিং’ প্রতিযোগিতা। আজ সকাল থেকে টানা পাঁচ ঘণ্টা চলে এই প্রতিযোগিতা।

আগামীকাল রোববার সকালে আইআইটিতে মাসব্যাপী ডেটাথন প্রতিযোগিতার উপস্থাপনা এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রকল্প প্রদর্শনী চলবে। আজ দুপুরে হবে প্রযুক্তি খাতে নারীদের অন্তর্ভুক্তি আর তথ্যপ্রযুক্তি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব  নিয়ে দুটি সেমিনারের আয়োজন। বিকেল চারটায় শুরু হবে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এর মধ্য দিয়ে পাঁচ দিনের আইটিভার্স উৎসবের পর্দা নামবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উৎসবে যোগ দিয়েছেন।

আইটিভার্সের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সেফালো বাংলাদেশ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, স্ট্রিমসটেক লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩, সার্ভিস ইঞ্জিন বিপিও। সহযোগী অংশীদার প্রথম আলো। টিকিট ও যোগাযোগ অংশীদার ইভেন্টস্পার্ক। টিভি অংশীদার যমুনা টেলিভিশন। এ ছাড়া অংশীদার হিসেবে আছে বেঙ্গলি এআই, নাইট স্কোয়াড, বিজিডি ই-গভ সিআইআরটি ও ক্রিয়েটিভ আইটি।