গুগল মিটে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হালনাগাদ করল গুগল

গুগল মিটে ভিডিও কলের সময় স্বচ্ছন্দে অন্য কাজ করা যাবে

আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। ক্যামেরা এবং মাইক্রোফোন বন্ধের সুযোগ থাকলেও দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকের সময় অন্য কাজ আর করা হয়ে ওঠে না। সমস্যা সমাধানে বেশ কিছুদিন আগে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করেছে গুগলের ভিডিও কনফারেন্সিং সুবিধা গুগল মিট। এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কল চলার সময় পর্দার এক পাশে ছোট আকারে ভিডিও কলের ছবি দেখা যায়। ফলে ব্যবহারকারীরা কম্পিউটার বা ফোনে অন্য কাজ করতে পারেন। এবার ভিডিও কল চালু থাকা অবস্থায় ব্যবহারকারীদের একাধিক কাজ করার সুযোগ দিতে গুগল মিটের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হালনাগাদ করেছে গুগল।

নতুন এ সুবিধা চালুর ফলে আগের মতো পর্দার এককোণে অনলাইন বৈঠকের ভিডিও দেখা যাবে। তবে ব্যবহারকারীরা অন্য কাজ করার সময় ভিডিও কলে সরাসরি নিজের মতামত বার্তা আকারে পাঠাতে পারবেন। চাইলে হাত উঠিয়ে নিজের সমর্থন বা উপস্থিতি জানান দেওয়ার পাশাপাশি ভিডিও কলের পর্দার আকার ছোট–বড় করতে পারবেন।

নতুন এ সুবিধা ব্যবহারের জন্য গুগল মিটের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল মিট ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে অন্য ব্রাউজার থেকেও এ সুবিধা পাওয়া যাবে। শিগগিরই এ সুবিধা অন্য ব্রাউজার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল মিট।

উল্লেখ্য, গুগল মিটে ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করা যায়। ফলে ভিডিও কলের সময় ঘরের বা অফিসের দৃশ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব। শুধু তা–ই নয়, অনলাইন বৈঠকের সময় অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) দেখাতে পারেন।

সূত্র: দ্য ভার্জ