বাংলা লেখার অ্যাপ কোনটি কেমন এগিয়ে

অলংকরণ: আপন জোয়ার্দার

কম্পিউটারে যেকোনো কাজ করতে যেমন সফটওয়্যার বা প্রোগ্রাম লাগে, স্মার্টফোন ও ট্যাবেও তেমন লাগে। এগুলোকে বলা হয় অ্যাপ। স্মার্টফোন চলে দুই ঘরানার সফটওয়্যারে। এক. অ্যান্ড্রয়েড, দুই. আইওএস। দুই ধারার ফোনেই বাংলা লেখার অনেক অ্যাপ আছে। অ্যান্ড্রয়েডের অ্যাপ পাওয়া যায় গুগল প্লে স্টোরে। আর আইফোনের জন্য অ্যাপ পাওয়া যায় অ্যাপল অ্যাপ স্টোরে। স্মার্টফোন ও ট্যাবলেটে বাংলা লেখার জন্য জনপ্রিয় কিছু অ্যাপের তালিকা থাকছে এই প্রতিবেদনে। সঙ্গে থাকছে কোন অ্যাপ কতবার নামানো (ডাউনলোড) হয়েছে সেই হিসাব। আর ব্যবহারকারীদের দেওয়া গড় রেটিং (৫–এর মধ্যে) কত—সে তথ্যও থাকছে। যাতে বোঝা যায় ব্যবহারকারীদের কাছে কোন অ্যাপের মান কেমন মনে হয়েছে। 

জিবোর্ড—দ্য গুগল কি-বোর্ড

ডাউনলোড ৫০০ কোটি, রেটিং ৪.৩

অ্যান্ড্রয়েড ফোনে লেখার জন্য গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপটি সবচেয়ে বেশিবার নামানো হয়েছে, সেটি হলো জিবোর্ড—দ্য গুগল কি-বোর্ড। অ্যাপটিতে কথা বলে লেখার সুযোগ আছে। অর্থাৎ এতে ‘স্পিচ টু টেক্সট’ প্রযুক্তি রয়েছে। পাশাপাশি বাংলাসহ ১৫০িট ভাষায় সহজে টাইপ করা যায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ৫০০ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে। পর্যালোচনার (রিভিউ) সংখ্যা ১ কোটি ১০ লাখ। রেটিং ৪.৩। এই অ্যাপটি আইফোনেও ব্যবহার করা যায়। অ্যাপ স্টোরে রেটিং ৪।

রিদমিক কি-বোর্ড

ডাউনলোড ৫ কোটি, রেটিং ৪.৩

স্বচ্ছন্দে বাংলা লেখার আরেকটি অ্যাপ রিদমিক কি-বোর্ড। অ্যান্ড্রয়েডে এ অ্যাপ দিয়ে কয়েকভাবে বাংলা লেখা যায়। কি-বোর্ডটিতে লেখার জন্য ‘প্রভাত’, ‘জাতীয়’ লে-আউট রয়েছে। যাঁরা ইংরেজি কি-বোর্ড দিয়ে বাংলা লিখতে চান, তাঁরা ‘অভ্র’ লে-আউট ব্যবহার করতে পারেন। যেমন কি-বোর্ডে কেউ Bangladesh টাইপ করলে সেটি ‘বাংলাদেশ’ হয়ে যায়। রিদমিক কি-বোর্ডে কথা বলেও বাংলা লেখার সুযোগ আছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ৫ কোটির বেশিবার নামানো হয়েছে। পর্যালোচনা দিয়েছেন ৩ লাখ ৪০ হাজার মানুষ। আর রেটিং ৪.৩। অ্যাপল অ্যাপ স্টোরে এর রেটিং ৩.৫। 

রিদমিক ক্ল্যাসিক কি-বোর্ড

ডাউনলোড ১ কোটি, রেটিং ৪.৩

অ্যান্ড্রয়েডে বাংলা লেখার  অ্যাপ ‘রিদমিক কি-বোর্ড’–এর মতোই ‘রিদমিক ক্ল্যাসিক কি-বোর্ড’। তবে এতে কথা বলে লেখার সুবিধাটি নেই। প্লে স্টোর থেকে অ্যাপটি ১ কোটির বেশিবার নামানো হয়েছে। পর্যালোচনা এসেছে ৪২ হাজার। রেটিং ৪.৩। 

বেঙ্গলি ভয়েস টাইপিং কি–বোর্ড 

ডাউনলোড ৫০ লাখ, রেটিং ৪.২

এই অ্যাপ দিয়ে টাইপ করে আর কথা বলে বাংলা লেখা যায়। এ ছাড়া কথা বলে অনুবাদ করার সুবিধাও আছে অ্যাপটিতে। যেকোনো ভাষায় বলা কথা অনুবাদ করা যায়। প্লে স্টোর থেকে অ্যাপটি ৫০ লাখের বেশিবার নামানো হয়েছে। পর্যালোচনা ৭ হাজার, রেটিং ৪.১।

বাংলা কি-বোর্ড

ডাউনলোড ১০ লাখ, রেটিং ৪.৩

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বাংলা ভাষা লেখার কি-বোর্ডগুলোর মধ্যে ‘বাংলা কি-বোর্ড’ অ্যাপটিও জনপ্রিয়। এই অ্যাপও কথা বলে বাংলা লেখার সুযোগ দিয়েছে। পাঠ্য স্টিকার নামে এই অ্যাপের একটি সুবিধাও আছে। যেটি দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বন্ধুকে আপনি বাংলা লিখে বার্তা পাঠালে সেটি স্টিকার হয়ে আপনার বন্ধুর কাছে যাবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ১০ লাখের বেশিবার নামানো হয়েছে। পর্যালোচনার সংখ্যা ৪৪ হাজার। রেটিং ৪.৩। 

বাংলা কি–বোর্ড: বাংলা টাইপিং

ডাউনলোড ১০ লাখ, রেটিং ৪.১ 

অ্যান্ড্রয়েড ফোনে বাংলা ভাষায় লেখার এই অ্যাপটি প্লে স্টোর থেকে ১০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। এটি দিয়ে সহজে বাংলা ও ইংরেজি লেখা যায়। এ ছাড়া কথা বলে লেখার সুবিধা আছে এতে। এই অ্যাপ ৪ হাজার পর্যালোচনা রয়েছে। রেটিং ৪.১।

ইজি বাংলা কি–বোর্ড

ডাউনলোড ১০ লাখ, রেটিং ৪.৪

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ১০ লাখের বেশিবার নামানো হয়েছে। তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানে বিশেষ সুবিধা দেয় এটি। আপনি চাইলে কিছু বার্তা আগেই এতে তৈরি করে রাখতে পারেন, যেগুলো প্রয়োজনের সময় দ্রুত নির্বাচন করে পাঠাতে পারবেন। নতুন করে টাইপ করতে হবে না। ৩ হাজার মানুষ পর্যালোচনা লিখেছেন অ্যাপটি নিয়ে।
রেটিং ৪.৫।

মায়াবী কি–বোর্ড

ডাউনলোড ১০ লাখ, রেটিং ৪.৩

মায়াবী বাংলা কি–বোর্ডেও সহজে বাংলা লেখা যায়। এই অ্যাপে বাংলা এবং ইংরেজি অভিধান যুক্ত থাকায় যেকোনো শব্দ লেখার ক্ষেত্রে যাচাই করে নেওয়া যায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ১০ লাখের বেশিবার নামানো হয়েছে। ২১ হাজার মানুষ পর্যালোচনা লিখেছেন। রেটিং ৪.৩।

বাংলাদেশি কি–বোর্ড: বাংলা 

ডাউনলোড ৫ লাখ, রেটিং ৪.৪

পাঁচ লাখের বেশিবার গুগল প্লে স্টোর থেকে নামানো হয়েছে ‘বাংলাদেশি কি–বোর্ড: বাংলা’ নামের অ্যাপটি। এক হাজার মানুষ পর্যালোচনা দিয়েছেন আর রেটিং আছে ৪.৪। অ্যান্ড্রয়েড ফোনে বাংলা লেখার জন্য এই অ্যাপটিও অনেকে ব্যবহার করেন। এতে বাংলা লেখার পাশাপাশি বিভিন্ন ইমোজি (অভিব্যক্তির চিহ্ন) পাঠানোর ব্যবস্থা আছে।

বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড

ডাউনলোড ১ লাখ, রেটিং ১.৫ 

বাংলায় অ্যান্ড্রয়েড মোবাইলে লেখা যায় ‘বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড’ অ্যাপ দিয়ে। এই অ্যাপের সুবিধা হলো বিজয় কি-বোর্ড লে–আউট ব্যবহার করে ইউনিকোডে ফোনে লেখা যায়। ডেস্কটপ কম্পিউটারের বিজয় কি-বোর্ডের মতোই এর কি-বোর্ড লে–আউট। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ১ লাখের বেশিবার নামানো হয়েছে। ৩ হাজার মানুষ পর্যালোচনা দিয়েছেন। আর রেটিং আছে ১.৫।

● প্রতিবেদনে থাকা অ্যাপগুলোর সাধারণ সংস্করণ বিনা মূল্যে পাওয়া যাবে। 

● গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে গতকাল ২৭ জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্য প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে।