ফোন ব্যবহার করলে শিশুদের যে সমস্যা হয়

শিশুদের ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার থেকে দূরে রাখা উচিতছবি: রয়টার্স

অভিভাবকদের অনেকেই খাবার খাওয়ানোর সময় শিশুদের হাতে ফোন বা ট্যাবলেট কম্পিউটার ধরিয়ে দেন। শুধু তা–ই নয়, বিভিন্ন কাজ করার সময় ফোনে গান, কার্টুন বা মজার ভিডিও চালিয়ে দিয়ে শিশুদের ব্যস্তও রাখেন কেউ কেউ। সাময়িকভাবে উপকার পাওয়া গেলেও এর মাধ্যমে শিশুদের মেজাজ খিটখিটে হওয়ার পাশাপাশি তাদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যেতে পারে বলে জানিয়েছেন স্পেনের নিউরোসাইকোলজিস্ট ড. আলভারো বিলবাও। সমস্যা সমাধানে ছয় বছরের কম বয়সী শিশুদের ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার থেকে দূরে রাখা উচিত বলেও মনে করেন তিনি। নিজের লেখা ‘আন্ডারস্ট্যান্ডিং ইয়োর চাইল্ডস ব্রেইন’ বইয়ে এসব তথ্য তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের সাবেক এই মনোবিজ্ঞানী।

আলভারো বিলবাওয়ের তথ্যমতে, যেসব শিশু নিয়মিত ফোন, ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে, তাদের তুলনায় অন্য শিশুদের মেজাজ ভালো হয়ে থাকে। এমনকি তাদের মনোযোগ ও স্মৃতিশক্তিও ভালো হয়। শুধু তা–ই নয়, শিশুরা ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহারেও আসক্ত হয়ে পড়ায় অন্যান্য সাধারণ কার্যক্রমে আগ্রহ হারিয়ে ফেলতে পারে, যা তাদের মেধার বিকাশের জন্য খুবই প্রয়োজন। আর শিশুদের মস্তিষ্ক বিকশিত হওয়ার পরই তাদের হাতে ফোন বা ট্যাবলেট কম্পিউটার দেওয়া উচিত।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, পাঁচ বছর বয়সী শিশুদের দিনে এক ঘণ্টার বেশি ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করা উচিত নয়। দুই বছরের কম বয়সী শিশুদের জন্য ফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার বন্ধেরও সুপারিশ করেছে সংস্থাটি।
সূত্র: ডেইলি মেইল