হোয়াটসঅ্যাপ কলের ইতিহাস দেখা যাবে কম্পিউটারে

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে কলের ইতিহাস দেখা যাবেহোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য সুখবর। শিগগিরই কম্পিউটারে নিজেদের হোয়াটসঅ্যাপ কলের ইতিহাস দেখা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য নিজেদের ডেস্কটপ সংস্করণে কল হিস্ট্রি ট্যাব যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে উইন্ডোজ ২.২২৪৬.৪.০ বেটা সংস্করণে ট্যাবটির কার্যকারিতা পরখ শুরু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

আরও পড়ুন

উইন্ডোজের বেটা সংস্করণের সাইডবারে থাকা ট্যাবটিতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কলের তালিকা দেখা যাবে। তালিকায় কম্পিউটারের পাশাপাশি একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা অন্য যন্ত্রের কলের তথ্য পাওয়া যাবে কি না, তা জানা যায়নি

আরও পড়ুন

বর্তমানে মাল্টি ডিভাইস সুবিধা কাজে লাগিয়ে ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও কম্পিউটারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। একাধিক ফোনে এক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালুর জন্যও কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন