উইটসা পুরস্কার পেল এটুআই ও ‘উই’

ডব্লিউসিআইটি সম্মেলনে উইটসা পুরস্কার দেওয়া হয়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুচিং সারওয়াক শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি) সম্মেলনে উইটসার ‘ডিজিটাল অপরচুনিটি, ইনক্লুশন অ্যাওয়ার্ড’ এবং ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং অ্যাওয়ার্ড’ পেয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)। ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ-এনআইসিই’ এবং ‘মুক্তপথ-এনশিউরিং ই-লার্নিং ফর অল’ নামের দুটি উদ্যোগের জন্য এ পুরস্কার পেয়েছে এটুআই। অপর দিকে উইমেন ইন টেক অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)। ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে উইটসার একমাত্র সদস্য প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সম্মেলনের তৃতীয় দিনে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ, ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার (পিকম) চেয়ারম্যান অং চিন সিয়ংসহ অন্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে অল্প সময়ে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রসর হওয়া নিঃসন্দেহে গৌরবের। নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে সারা দেশে প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার জন্য এটুআই এবং নারীদের প্রযুক্তির প্রতি আগ্রহী করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য উইমেন অ্যান্ড ই-কমার্সকে (উই) অভিনন্দন। বৈশ্বিক এই সংকটময় মুহূর্তে প্রযুক্তির উৎকর্ষতা সমস্যা মোকাবিলার হাতিয়ার হিসেবে কাজ করবে।

ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের এই পুরস্কারকে তথ্যপ্রযুক্তি খাতের সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে উইটসার সম্মাননার জন্য মনোনয়ন দিয়ে থাকে বাংলাদেশ কম্পিউটার সমিতি। এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, ‘দেশের সম্ভাবনাময় উদ্ভাবন ও প্রকল্পকে উইটসার কাছে উপস্থাপন করে থাকে বাংলাদেশ কম্পিউটার সমিতি। এটুআই ও উইর এই অর্জন দেশের প্রযুক্তি খাতকে গৌরবান্বিত করেছে। দেশের প্রযুক্তি খাতকে বিশ্বে পরিচিত করতে বাংলাদেশ কম্পিউটার সমিতি সব সময় কাজ করছে এবং আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।’