মুছে ফেলা বার্তা আবারও দেখা যাবে আইফোনে

আইফোনে মুছে ফেলা বার্তা উদ্ধার করা যাবে
সূত্র: রয়টার্স

মনের ভুলে মুছে ফেলা গুরুত্বপূর্ণ বার্তা আবারও পড়া যাবে আইফোনে। আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা যেকোনো আইফোনে সর্বোচ্চ ৩০ দিন আগে মুছে ফেলা বার্তাগুলো উদ্ধার করে পড়া যাবে। এসব বার্তা চাইলে মেসেজ অপশনে সংরক্ষণও করা যাবে।

মুছে ফেলা বার্তা উদ্ধারের জন্য আইফোনের সেটিংসের জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপডেট নির্বাচন করতে হবে। এবার ওপরের বাঁ পাশে থাকা এডিট অপশন ট্যাপ করলেই শো রিসেন্টলি ডিলিটেড–সুবিধা দেখা যাবে। আইফোনের মডেলভেদে এ সুবিধা ফিল্টার সেকশনেও থাকতে পারে।

রিসেন্টলি ডিলিটেড অপশনে ক্লিক করলে গত ৩০ দিনের মধ্যে মুছে ফেলা সব বার্তা দেখা যাবে। বার্তাগুলো থেকে একা বা একাধিক বার্তা নির্বাচন করলেই সেগুলো আইফোনের মেসেজ অপশনে জমা হবে। মুছে ফেলার সময় দেখার সুযোগ থাকায় ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় বার্তা খুঁজে নিতে পারবেন।

সূত্র: দ্য সান