সব আইফোন ব্যবহারকারীর জন্য পাসকি সুবিধা চালু করল এক্স

এক্সছবি: রয়টার্স

প্রচলিত পাসওয়ার্ডের বদলে আইফোন ব্যবহারকারীরা এখন পাসকি সুবিধা ব্যবহার করে খুদে ব্লগ রেখার সাইট এক্সে (সাবেক টুইটার) প্রবেশ করতে পারবেন। এক বার্তায় এক্স জানিয়েছে, গত জানুয়ারি মাসে এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে চালু করা হয়। এবার বিশ্বের সব আইফোন ব্যবহারকারী নিজেদের এক্স অ্যাকাউন্টে লগইন করার সময় পাসওয়ার্ডর বদলে পাসকি সুবিধা ব্যবহার করতে পারবেন।

পেপাল, টিকটক, হোয়াটসঅ্যাপ, গিটহাব এবং অন্যান্য অ্যাপ ও সেবায় ইতিমধ্যেই পাসকি সুবিধা চালু রয়েছে। এক্সে নতুন এ সুবিধা চালুর ফলে আইফোন ব্যবহারকারীদের এখন আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না তাঁদের। পাসকি পদ্ধতিতে চেহারা বা ফেস আইডি এবং স্পর্শনির্ভর আঙুলের ছাপ ব্যবহারের ফলে এক্স অ্যাকাউন্ট বর্তমানের তুলনায় আরও বেশি সুরক্ষিত থাকবে। এক্স অ্যাকাউন্টের সেটিংস অ্যান্ড সাপোর্টে থেকে পাসকি সুবিধা চালু করা যাবে।

উল্লেখ্য, পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করা থাকে। ফলে আঙুলের ছাপ বা ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করাসহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা, এর সাহায্যে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ বা চেহারা যাচাই করা হয়। এর ফলে হ্যাকাররা সহজে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে না।
সূত্র: টেক ক্রাঞ্চ