নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় পুরস্কার পেল ২৭টি দল

প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরাসংগৃহীত

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে ২৭টি দল। গত শুক্রবার থেকে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) এবং অনলাইনে একসঙ্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত টানা ৩৬ ঘণ্টার এ হ্যাকাথন প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলে উইনার, রানার্সআপ ও ২য় রানার্সআপ হয়েছে যথাক্রমে রুবাস্ট, অ্যাস্ট্রোটাইটান্স ও এক্লিপ্সো। অনলাইন পর্বে বিজয়ী দলগুলো হলো যথাক্রমে চট্টগ্রাম অঞ্চলে আলফা, তুখোড় ও প্লেক্সাস, রাজশাহী অঞ্চলে ভয়েজার্স, এরর ৪০৪ ও মার্স মার্ভেল, কুমিল্লা অঞ্চলে হাইব্রিড, এজফ্লাই ও মুনর‍্যাকার্স, সিলেট অঞ্চলে এক্লিপ্সিয়া, প্রস্ফুট ও অ্যাস্ট্রোগ্লাইড, খুলনা অঞ্চলে স্টর্ম ট্রুপার্স, মহাকর্ষ ও অনির্বাণ, বরিশাল অঞ্চলে দ্য টাইটানস, ইয়োট্টাবাইট ও স্পেস আলকেমিস্টস, রংপুর অঞ্চলে রিকার্শন, দ্য স্পেস স্কোয়াড ও গ্যালাক্টিক গ্ল্যাডিয়েটরস এবং ময়মনসিংহ অঞ্চলে ইনসেপশন লাস্ট হোপ, সোলারসেন্টিনেল ও লুনার এ্যালাইস। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর নাম ঘোষণার পাশাপাশি পুরস্কার দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি অসাধারণ প্ল্যাটফর্ম, যা আমাদের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শেখার আগ্রহ তৈরি করে। বেসিস টানা ৯ম বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করায় তাদের ধন্যবাদ।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউবির উপাচার্য তানভীর হাসান।

সমাপনী বক্তব্যে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো প্রতিযোগিতা তরুণদের বিজ্ঞানী, প্রকৌশলী এবং উদ্ভাবক হতে অনুপ্রাণিত করে। মহাবিশ্বের বিস্ময় জানতেও উৎসাহ দিয়ে থাকে৷
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় মার্কিন দূতাবাসের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তা জেমস গার্ডিনার, প্রতিযোগিতার আহ্বায়ক  আহ্বায়ক তানভীর হোসেন খান, উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান ও আরিফুল হাসান।