ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে প্রযুক্তি দুনিয়ার তারকাদের ভিড়

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত প্রযুক্তি দুনিয়ার তারকাদের একাংশরয়টার্স

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি প্রযুক্তি দুনিয়ার অনেক তারকাও অংশ নিয়েছেন। অনুষ্ঠানস্থলে নতুন মন্ত্রিসভার সদস্যদের সামনে বসেছিলেন তাঁরা। আর তাই তাঁদের বসার অবস্থান নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক
রয়টার্স

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিও, ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, উবারের প্রধান নির্বাহী দারা খসরোশাহিসহ আলোচিত বেশ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানজুড়ে বেশ উৎফুল্ল ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্ক।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে প্রযুক্তি–দুনিয়ার তারকাদের ভিড় নিয়ে ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক্সে লিখেছেন, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিগ টেক বিলিয়নিয়ারদের জন্য সামনের সারির আসন রয়েছে। ট্রাম্পের নিজস্ব মন্ত্রিসভার চেয়েও তাঁদের আসন ভালো।

দ্বিতীয়বারের মতো মার্কিন নির্বাচনে ট্রাম্প জেতার পর থেকেই প্রযুক্তি দুনিয়ার সঙ্গে ট্রাম্পের সখ্যতা বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২০২০ সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি দুনিয়া থেকে রীতিমতো বিতাড়িত হয়ে যান। তবে গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর গত কয়েক মাসে ট্রাম্পের সঙ্গে দূরত্ব কাটানোর চেষ্টা করেছেন প্রযুক্তি উদ্যোক্তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান