টুইটের ভিউ সংখ্যাও জানা যাবে টুইটারে

টুইটের ভিউ সংখ্যা জানা যাবে টুইটারেরয়টার্স

টুইটারে নিয়মিত টুইট (টুইটারে দেওয়া বার্তা) পোস্ট করেন অনেকেই। কিন্তু নিজেদের পোস্ট করা টুইট কতজন দেখেছেন, তা জানা না যাওয়ায় অন্য ব্যবহারকারীদের আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। সমস্যা সমাধানে টুইটের ভিউ সংখ্যা জানাবে টুইটার। এ জন্য ভিউ কাউন্ট সুবিধাও চালু করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

আরও পড়ুন

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনে এ সুবিধা পাওয়া যাবে। এ জন্য টুইটার অ্যাপে ভিউ কাউন্ট আইকনও যুক্ত করেছে টুইটার। এই আইকনেই টুইট বার্তার ভিউ সংখ্যা দেখা যাবে। তবে পুরোনো, কমিউনিটি ও টুইটার সার্কেলের আওতায় পোস্ট করা টুইটের ভিউ সংখ্যা দেখাবে না টুইটার।

আরও পড়ুন

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। ফলে একটি টুইট কতবার দেখা হয়েছে, তা সহজেই জানা যাবে। ৯০ শতাংশের বেশি টুইটার ব্যবহারকারী নিজে টুইট করেন না। অন্যের টুইট পড়লেও লাইক বা রিপ্লাই দেন না। এ সুবিধা চালুর ফলে টুইটার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন