কল অব ডিউটির নতুন গেম আসছে

‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার থ্রি’ গেমের একটি মুহূর্তঅ্যাকটিভিশন

কল অব ডিউটি সিরিজের নতুন গেম ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার থ্রি’ আনার ঘোষণা দিয়েছে গেমটির প্রকাশক অ্যাকটিভিশন। প্রতিষ্ঠানটির তথ্যমতে, কল অব ডিউটি সিরিজের নতুন গেমটি ১০ নভেম্বর উন্মুক্ত করা হবে। গেমটি তৈরি করেছে স্লেজহ্যামার। মুক্তির আগেই গেমটির টিজার নজর কেড়েছে গেমারদের।  

গেমটির ট্রেলারে বলা হয়েছে, শত্রুকে কখনো জীবিত কবর দিয়ো না। আর তাই ধারণা করা হচ্ছে, ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার টু’-এর গল্পের অনুকরণেই তৈরি করা হচ্ছে নতুন গেমটি। ফলে আগের সংস্করণে থাকা অস্ত্র এবং গোলাবারুদসহ রিওয়ার্ডসও নতুন গেমটিতে ব্যবহারের সুযোগ মিলতে পারে।

নতুন গেমের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাকটিভেশন। আর তাই গেমের কাহিনি বা চরিত্র সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে গেমস্পটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শেষ নাগাদ নতুন গেমের বিষয়ে তথ্য প্রকাশ করতে পারে অ্যাকটিভিশন। উন্মুক্তের আগে গেমটি পরখ করার সুযোগ দিতে অক্টোবর মাসে দুটি বেটা সংস্করণও উন্মুক্ত করা হতে পারে। কম্পিউটার, প্লেস্টেশনের পাশাপাশি এক্সবক্স ব্যবহারকারীরা এসব সংস্করণ পরখ করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’ গেম উন্মুক্ত করে অ্যাকটিভিশন। উন্মুক্তের মাত্র ১০ দিনের মাথায় এক বিলিয়ন মার্কিন ডলার আয় করে গেমটি। নতুন গেমটিও আগের সংস্করণের তুলনায় জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গ্যাজেটস নাউ