আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, কী দক্ষতা লাগবে

নির্দিষ্ট কাজে দক্ষতা থাকলে ফ্রিল্যান্সার হওয়া খুবই সহজফাইল ছবি

নির্দিষ্ট কাজে দক্ষতা থাকলে ফ্রিল্যান্সার হওয়া খুবই সহজ। তবে ফ্রিল্যান্সিং করার আগে আপনি কোন বিষয়ে (গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, ওয়েব ডিজাইন ইত্যাদি) দক্ষ, তা ভালোভাবে জানতে হবে। সহজে কাজ পাওয়ার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস রয়েছে অনলাইনে। এসব মার্কেটপ্লেসে বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক কাজের সুযোগ রয়েছে। ফলে চাইলেই যেকোনো বিষয়ে দক্ষ ব্যক্তিরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে পারেন। নিচে জনপ্রিয় তিনটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের নাম ও কাজের ধরন সংক্ষেপে দেওয়া হলো। মার্কেটপ্লেসগুলোয় নিজের দক্ষতা অনুযায়ী যে কেউ ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারবেন।

আরও পড়ুন

ফাইভার

বিশ্বের অন্যতম বড় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হচ্ছে ফাইভার। অ্যাকাউন্ট তৈরি করে নিজের দক্ষতা ও প্রয়োজনীয় তথ্য লিংক আকারে যুক্ত করে পোস্ট করতে হয় মার্কেটপ্লেসটিতে। আপনার করা কাজের মান ও দক্ষতা ভালো হলে সহজেই কাজ পাওয়া যাবে মার্কেটপ্লেসটিতে।

আরও পড়ুন

আপওয়ার্ক

ফ্রিল্যান্স কাজ খোঁজার আরও একটি জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে আপওয়ার্ক। এই মার্কেটপ্লেসে খুব সহজেই অনেকে বেশি কাজদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া যায়। ফলে সহজেই বেশি কাজ পাওয়া সম্ভব।

আরও পড়ুন

নাইন্টি নাইন ডিজাইনস

এই ফ্রিল্যান্স মার্কেটপ্লেস মূলত ডিজাইনারদের জন্য। চুক্তিভিত্তিক ডিজাইনের কাজ পাওয়ার উপযুক্ত জায়গা হলো নাইন্টি নাইন ডিজাইনস।
সূত্র: কোরা ডাইজেস্ট

আরও পড়ুন