ক্রে এক্স-এমপি সুপার কম্পিউটার চালু

যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো সুপার কম্পিউটার সেন্টারে ‘ক্রে এক্স-এমপি/৪৮’ সুপার কম্পিউটার চালু করা হয়। বিশেষ করে চলচ্চিত্রের জন্য কম্পিউটার গ্রাফিকস তৈরির জন্য এক্স-এমপি জনপ্রিয় হয়ে ওঠে।

ক্রে এক্স-এমপি/৪৮ সুপার কম্পিউটারকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৪ ডিসেম্বর ১৯৮৫
ক্রে এক্স-এমপি সুপার কম্পিউটার চালু
যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো সুপার কম্পিউটার সেন্টারে ‘ক্রে এক্স-এমপি/৪৮’ সুপার কম্পিউটার চালু করা হয়। কম্পিউটার গ্রাফিকস বিশেষ করে চলচ্চিত্রের বিশেষ গ্রাফিকস তৈরির জন্য এক্স-এমপি জনপ্রিয় হয়ে ওঠে।

চলচ্চিত্রের গ্রাফিকস তৈরি করা হতো এই সুপার কম্পিউটারে
উইকিমিডিয়া

প্যারালাল প্রসেসিং প্রযুক্তির কারণে গতি অন্যান্য কম্পিউটারের প্রায় দ্বিগুণ ছিল। এটি প্রতি সেকেন্ডে ৪২ কোটি ফ্লোটিং পয়েন্ট অপারেশন বা মেগাফ্লপস কাজ করতে পারত। এমনকি দুটি ক্রে কম্পিউটারকে একসঙ্গে একই সমস্যার আলাদা দুটি অংশ সমাধানের জন্য দিলে আরও বেশ গতি পাওয়া যেত। এটি দিয়ে প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো যেত।