অনলাইনে জমজমাট বিশ্বকাপ ফুটবল
আগামীকাল ২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। আর বিশ্বকাপ ফুটবলের ঢেউ বাংলাদেশে একটু যেন বেশিই লাগে। উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো দেশ। মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ের জাদু দেখার জন্য অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা, প্রিয় দলের জার্সি ও পতাকা বানিয়ে জানান দিচ্ছেন ভালোবাসা।
বিশ্বকাপের খুঁটিনাটি তথ্য না জানলে তো ভক্তরা নিজ দল নিয়ে কথা বলা, ফেসবুকে পোস্ট দেওয়া নিয়েও সমস্যায় পড়বে। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে মিলবে সব রকমের তথ্য। অ্যাপও আছে ফিফার। এই সময়টাতে নিজেও হয়ে উঠতে পারেন ফুটবলার। আর তা নিজের স্মার্টফোনে। ফুটবলের নানা গেম হয়ে উঠতে পারে বিশ্বকাপ মৌসুমে সঙ্গী।
ফিফা ওয়েবসাইট ও অ্যাপ
বিশ্বকাপের খুঁটিনাটি সব তথ্য জানা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে। www.fifa.com/fifaplus/en ঠিকানার ওয়েবসাইটটিতে বিশ্বকাপের তথ্য, খবর, অংশ নেওয়া দলগুলোর তালিকা, খেলোয়াড়দের নাম জানা যাবে। চাইলে আগের বিশ্বকাপ আয়োজনের তথ্যসহ উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনার ভিডিও দেখারও সুযোগ মিলবে।
স্মার্টফোনে এসব তথ্য জানার জন্য গুগল প্লেস্টোর থেকে ফিফা প্লাস নামের অ্যাপটি নামিয়ে নিতে পারেন। বিশ্বকাপের খেলা দেখার পর আপনিও চাইলে পছন্দের দলের জার্সি গায়ে খেলার মাঠে নেমে পড়তে পারেন। এ জন্য আপনাকে ব্যবহার করতে হবে ফিফা ২৩ অ্যাপ। স্পোর্টসের তৈরি অ্যাপটিতে গ্যালারিভরা দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা পাওয়া যাবে।
ফুটবলের মোবাইল গেম
স্মার্টফোনে ফুটবল খেলার অ্যাপ অনেক রয়েছে। তবে জাপানের ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান কোনামির তৈরি ই–ফুটবল ২০২৩ গেমটি আপনার ভালো লাগবে নিঃসন্দেহে। ৩.৪ গিগাবাইট আকারের গেমটিতে পছন্দের দল গঠন করে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা যাবে।
ফুটবলের ডেস্কটপ েগম
কম্পিউটারে ফুটবল খেলার জন্য অনেক ভিডিও গেম রয়েছে। বেশ কিছু গেম এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফুটবল ড্রামা, রকেট লিগ, ফুটবল ট্যাকটিস অ্যান্ড গ্লোরি, সুপার আর্কেড ফুটবল, টোটোবল প্রভৃতি গেমে উন্নত গ্রাফিকসের পাশাপাশি ইচ্ছেমতো পছন্দের দল ও খেলোয়াড় বেছে নেওয়া যাবে।
দেশি অ্যাপ টফি
বাংলাদেশভিত্তিক অ্যাপ টফিতে দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে এ সুবিধা পাওয়া যাবে।