শনিবার শুরু হচ্ছে অপোহ্যাক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব

অপোহ্যাক প্রতিযোগিতাঅপো

উদ্ভাবনী প্রযুক্তি বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে অপোহ্যাক প্রতিযোগিতার আয়োজন করেছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। সরাসরি ও অনলাইনে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫০টির বেশি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। এরই মধ্যে ১৭ ও ১৮ সেপ্টেম্বর উত্তর আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রথম পর্ব।

অপোহ্যাক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব আগামী শনিবার যুক্তরাষ্ট্রে অপোর গবেষণাকেন্দ্রে শুরু হবে। দুই দিনের এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সরাসরি নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিসেবা তুলে ধরবেন। একই সময়ে অনলাইনেও প্রতিযোগিতার প্রাথমিক পর্ব আয়োজন করা হবে। প্রতিটি প্রাথমিক পর্ব থেকে বিজয়ী মোট ১০ জন প্রতিযোগীকে নিয়ে হবে চূড়ান্ত প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী পাবেন ৪০ হাজার মার্কিন ডলার।

গত কয়েক বছরে অপোহ্যাক ছাড়াও বিশ্বব্যাপী প্রতিভাবানদের ক্ষমতায়ন, গবেষণা প্রকল্পের বাণিজ্যিকীকরণে বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছে অপো। উদ্ভাবনী প্রযুক্তি বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরিতেও কাজ করছে।