পোস্ট ব্লক হলে জানাবে ইনস্টাগ্রাম

পোস্ট ব্লক হলে বার্তা পাঠাবে ইনস্টাগ্রামইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করলেই অনুসারীরা সেগুলো দেখতে পারেন। শুধু তা–ই নয়, রিকমেন্ডেড অপশনের মাধ্যমে অপরিচিত অনেক ব্যবহারকারীকেও পোস্ট দেখার সুযোগ করে দেয় ইনস্টাগ্রাম। কিন্তু অনেক সময় নীতিমালা ভঙ্গের কারণে ব্যবহারকারীদের সব পোস্ট রিকমেন্ডেড অপশনে দেখায় না ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি। কিন্তু পোস্ট ব্লক হলেও জানতে পারেন না ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে রিকমেন্ডেড অপশনের জন্য পোস্ট ব্লক করলেই ব্যবহারকারীদের বার্তা পাঠিয়ে জানাবে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, কোনো পোস্ট ব্লক করা হলে আবেদন করতে পারবেন ব্যবহারকারীরা। সেটিংস অপশন থেকে অ্যাবাউট মেন্যুতে গিয়ে অ্যাবাউট স্ট্যাটাস এ ট্যাপ করলে পোস্ট ব্লক বা আবেদন–সম্পর্কিত হালনাগাদ তথ্যও জানা যাবে।

আরও পড়ুন

এক্সপ্লোর পেজ ও হোম ফিডে সাধারণত ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট রিকমেন্ডেড হিসেবে দেখিয়ে থাকে ইনস্টাগ্রাম। ফলে অনুসরণ না করা অ্যাকাউন্টের পোস্টও দেখতে পারেন ব্যবহারকারীরা। এ সুবিধা জনপ্রিয়তা পাওয়ায় আগামী বছর রিকমেন্ডেড পোস্টের সংখ্যা দ্বিগুণ দেখানোর পরিকল্পনা করেছে ইনস্টাগ্রাম।