জুম বৈঠকের নির্দিষ্ট অংশ ধারণ ও সম্পাদনা করে পাঠানো যাবে

ছবি: রয়টার্স

অনলাইন ক্লাস বা সভার জন্য জুম সফটওয়্যার অনেকেই নিয়মিত ব্যবহার করেন। বর্তমানে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ধারণ করা বৈঠকের সারসংক্ষেপ জানার সুযোগ দিয়ে থাকে জুম। এবার বৈঠকের নির্দিষ্ট অংশ ধারণ ও সম্পাদনা করে পরিচিত ব্যক্তিদের পাঠানোর সুযোগ দিতে ‘জুম ক্লিপস’ নামের নতুন সুবিধা চালু করছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যারটি। প্রাথমিকভাবে বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন।

জুম ক্লিপসের মাধ্যমে অংশ না নিয়েও বৈঠকে নির্দিষ্ট অংশ ধারণ করা যাবে। পাশাপাশি ভিডিওতে অপ্রাসঙ্গিক কোনো তথ্য বা ছবি থাকলে সেগুলোও সম্পাদনার সুযোগ মিলবে। ফলে ভিডিওগুলোর আকার বেশ ছোট হওয়ায় সহজে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠানো যাবে।

শুধু তা–ই নয়, ভিডিওগুলোর বিষয়ে অন্য ব্যক্তিদের মতামত জানার পাশাপাশি কোন কোন ব্যক্তি ভিডিওগুলো দেখেছেন, তা–ও জানা যাবে।

এ বিষয়ে জুমের মিটিংস অ্যান্ড চ্যাট বিভাগের পণ্য ব্যবস্থাপক ডেভিড বল জানিয়েছেন, জুমের নতুন এ সুবিধার মাধ্যমে সহকর্মীদের খুব সহজে গুরুত্বপূর্ণ তথ্য জানানো যাবে। ফলে বৈঠকে অংশ না নেওয়া ব্যক্তিরাও নির্দিষ্ট প্রকল্প বা বিষয়ে হালনাগাদ তথ্য জানতে পারবেন।

জুম ক্লিপসে রয়েছে একটি কনটেন্ট লাইব্রেরি। এই লাইব্রেরিতে ব্যবহারকারীরা অনলাইন বৈঠকের নির্দিষ্ট অংশ বা ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। ফলে যেকোনো সময় ভিডিওগুলো জুম বৈঠকে অংশ না নেওয়া পরিচিত ব্যক্তি বা সহকর্মীদের পাঠানো যাবে।

সূত্র: টেক ক্রান্চ