টিকটকে নতুন ধরনের বিজ্ঞাপন, যে সমস্যায় পড়বেন ব্যবহারকারীরা

সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে টিকটকটিকটক

আয়ের পরিমাণ বাড়াতে এবার সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে টিকটক। নতুন এ বিজ্ঞাপনব্যবস্থা চালুর ফলে টিকটকে ভিডিও সার্চ করলেই ফলাফলের সঙ্গে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে বাধ্য হবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে সার্চ ফলাফলে বিজ্ঞাপন দেখানোর জন্য বিজ্ঞাপনদাতাদের কাছে বার্তাও পাঠিয়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।

আজ এক ব্লগ বার্তায় টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের খোঁজ করা তথ্য পর্যালোচনা করে সার্চ ফলাফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানো হবে। বিজ্ঞাপনদাতারা ‘সার্চ অ্যাডস টগল’ সুবিধা নির্বাচন করলেই তাদের কনটেন্ট বা বিজ্ঞাপনগুলো টিকটকের সার্চ ফলাফলে প্রদর্শন করতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় আরও সহজে নিজেদের কনটেন্ট বা বিজ্ঞাপনের প্রচারণা চালানো সম্ভব হবে।

আরও পড়ুন

সার্চ ফলাফলে পেইড কনটেন্ট বা বিজ্ঞাপনগুলো শনাক্ত করার জন্য সেগুলোর পর্দায় ‘স্পনসরড’ ট্যাগ যোগ করে দেবে টিকটক। এর ফলে সার্চ ফলাফলে ভিডিও স্ক্রল করার সময় পেইড কনটেন্ট বা বিজ্ঞাপনগুলো আলাদা করে চিহ্নিত করা যাবে। শিগগিরই ব্যবহারকারীরা সার্চ ফলাফলে এসব বিজ্ঞাপন দেখতে পারবেন। তবে বিজ্ঞাপনের সংখ্যা বা পেইড কনটেন্টের আকার কত বড় হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টিকটক কর্তৃপক্ষ।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন