বই কিনে ট্যাব, কুইজ জয়ে জার্সি

২ অক্টোবর প্রথমা ডটকম ও গিগাবাইট বাংলাদেশের মধ্যে ‘প্রথমা ডটকম-গিগাবাইট বিশ্বকাঁপন কুইজ’ এবং ‘সপ্তায় সপ্তায় ট্যাব’ প্রচারণার চুক্তি সম্পাদিত হয়
ছবি: প্রথম আলো ফাইল ছবি

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে শুরু হয়েছে ‘প্রথমা ডটকম-গিগাবাইট বিশ্বকাঁপন কুইজ’ ও ‘সপ্তায় সপ্তায় ট্যাব’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশের সৌজন্যে।

ক্যাম্পেইন সম্পর্কে প্রথমা ডটকমের পক্ষ থেকে জানানো হয়, ‘সপ্তায় সপ্তায় ট্যাব’ প্রচারণার আওতায় প্রথমা ডটকম থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ টাকার বই কিনে পাওয়া যাবে একটি ‘স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ’।

এ ছাড়া দ্বিতীয় ও সর্বোচ্চ মূল্যের ক্রেতা পাবেন একটি করে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির রেপ্লিকা। ছয় সপ্তাহে মোট ছয়টি ট্যাব দেওয়া হবে।

এ ছাড়া বিশ্বকাপ শুরুর দিন থেকেই প্রথমা ডটকমের ফেসবুক পেজে একটি করে ক্রিকেটসংক্রান্ত কুইজ দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় লটারির মাধ্যমে প্রতিদিন একজন সঠিক উত্তরদাতাকে উপহার দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি।

কুইজ বিজয়ীদের উপহার নিয়মিত পাঠিয়ে দেওয়া হলেও বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে স্যামসাংয়ের ট্যাব। বিশ্বকাপের পুরো সময়জুড়ে এ আয়োজন চলবে।