মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যাপলের কপিরাইট লঙ্ঘনের মামলা

অপারেটিং সিস্টেমে কপিরাইট লঙ্ঘন করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই) ব্যবহার করেছে অভিযোগ এনে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে অ্যাপল কম্পিউটার।

মেকিন্টোশে প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে অ্যাপলকম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১৭ মার্চ ১৯৮৮
মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যাপলের কপিরাইট লঙ্ঘনের মামলা
নিজেদের অপারেটিং সিস্টেমে কপিরাইট লঙ্ঘন করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই) ব্যবহার করেছে অভিযোগ এনে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে অ্যাপল কম্পিউটার। ১৯৮৪ সালে অ্যাপল তাদের মেকিন্টোশ কম্পিউটার চালাতে ব্যবহারকারীদের জন্য জিইউআই তৈরি করে এবং বড় ধরনের সাফল্য পায়। এরপর মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করে। উইন্ডোজে জিইউআই ব্যবহার করা হয়, যা দেখতে ও ব্যবহার করতে মেকিন্টোশের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মতোই। ১৯৮৫ সালে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি গোপন চুক্তিতে মাইক্রোসফট স্বীকার করে নেয়, তাদের জিইউআই অ্যাপল থেকে অনুপ্রাণিত। এ চুক্তির ফলে অ্যাপল মাইক্রোসফটের তাদের ডিজাইন ব্যবহারের লাইসেন্স দেয়। মামলার পর বিচারক সিদ্ধান্ত দেন, জিইউআইয়ের নকশার ওপর অ্যাপলের শুধু সীমিত স্বত্ব রয়েছে।

কেমব্রিজ অ্যানালিটিকা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলের সঙ্গে কাজ করত
রয়টার্স

১৭ মার্চ ২০১৮
ফেসবুকের ৫ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস
কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলের হাতে তুলে দিয়েছে বলে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস ও ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান সংবাদ প্রকাশ করে। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলের সঙ্গে কাজ করত। সেই সময়ে তারা ব্রেক্সিট প্রচারণার জন্য লাখ লাখ মার্কিন ভোটারের ফেসবুক প্রোফাইলের তথ্য সংগ্রহ করেছিল। এটিকে ব্যবহারকারীর গোপনীয়তা তথ্য নিরাপত্তার অন্যতম বৃহৎ ঘটনা হিসেবে গণ্য করা হয় এবং ফেসবুক সমালোচনার মুখে পড়ে। কেমব্রিজ অ্যানালিটিকা যাতে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য দিয়ে ট্রাম্পের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে এবং ফলাফল আন্দাজ করতে না পারে, সেটি ঠেকাতে ফেসবুককে এটি শক্তিশালী সফটওয়্যার তৈরি করতে হয়েছিল।