দুই হাজার ৮০০ কোটি ডলারে সিসকোর স্প্লাঙ্ক অধিগ্রহণ

স্প্লাঙ্ক কেনার চুক্তি করেছে সিসকোসিসকো

শীর্ষ নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো জানিয়েছে, তারা ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে ডেটা বিশ্লেষণ প্রযুক্তি প্রতিষ্ঠান স্প্লাঙ্ক কেনার চুক্তি করেছে। ২১ সেপ্টেম্বর সিসকো এ চুক্তির কথা প্রকাশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি ব্যবসায় এটি সবচেয়ে বড় অঙ্কের অধিগ্রহণের একটি। স্প্লাঙ্কের সফটওয়্যার পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি অবকাঠামো থেকে তৈরি লগ ডেটা সংগ্রহ, সূচকীভূত এবং বিশ্লেষণ করার কাজে ব্যবহৃত হয়।

সাইবার নিরাপত্তা খাতে স্প্লাঙ্কের অবস্থান গুরুত্বপূর্ণ। তাদের এসআইইএম ও এসওএআর সমাধানগুলো জনপ্রিয়। এসআইইএম নিরাপত্তা–সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পর প্রতিবেদন তৈরি করে। এসওএআর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার নিরাপত্তার বিভিন্ন বিষয় পরিচালনা ও সমন্বয় করা যায়।

সিসকোর দাবি, স্প্লাঙ্ক তাদের বিদ্যমান নেটওয়ার্ক নিরাপত্তা প্রযুক্তির আরও উন্নতি ঘটাবে। সিসকো স্প্লাঙ্কের দক্ষতা তাদের পণ্যে একীভূত করার পরিকল্পনা করছে। এতে তাদের গ্রাহকদের জন্য আধুনিক নিরাপত্তা সমাধান দেওয়া সহজ হবে। অন্যদিকে স্প্লাঙ্ক সিসকোর বিপুল পরিমাণ গ্রাহক ও বিপণনব্যবস্থার সুবিধা পাবে। তাদের পণ্যের বিক্রয় বাড়ানো সহজ হবে। সিসকো ও স্প্লাঙ্ক দুই প্রতিষ্ঠানের জন্যই এ চুক্তি লাভজনক।

লেখক: যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইবার নিরাপত্তা পেশাজীবী