উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্যও কো–পাইলট টুল চালু করছে মাইক্রোসফট

মাইক্রোসফটের কো–পাইলট টুলছবি: মাইক্রোসফট

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সুখবর। উইন্ডোজ ১১-এর পাশাপাশি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমেও নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কো–পাইলট টুল চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন এ সুবিধা চালু হলে উইন্ডোজ ১১-এর মতোই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কো–পাইলট বাটন এবং সাইড বার যুক্ত করতে পারে মাইক্রোসফট। ফলে উইন্ডোজ হালনাগাদ না করেও মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা যাবে।

গত সেপ্টেম্বরে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য কো–পাইলট টুল চালু করে মাইক্রোসফট। ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ৪ প্রযুক্তিতে চলা কো–পাইলট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর মতো কাজ করতে পারে। ফলে এটি কাজে লাগিয়ে ‘মাইক্রোসফট ৩৬৫’ ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে যেকোনো তথ্য লিখতে পারেন। পাশাপাশি চাইলেই নিজেদের প্রয়োজনমতো ক্যালেন্ডার, ই-মেইল, চ্যাট, ডকুমেন্টস, মিটিং ও কন্ট্যাক্টস থেকে বিভিন্ন তথ্য ব্যবহার করা যায়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ সেন্ট্রালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে টুলটি ব্যবহারের জন্য একটি প্লাগইন উন্মুক্ত করা হবে। প্লাগইনটি উইন্ডোজ ১০–এর পাশাপাশি উইন্ডোজ ১১–তেও ব্যবহার করা যাবে। উভয় অপারেটিং সিস্টেমেই কো–পাইলট ব্যবহারের পদ্ধতি একই রকম হবে।

উল্লেখ্য, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১০০ কোটি হলেও উইন্ডোজ ১১-এর ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৪০ কোটি। তাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কো–পাইলট টুলটি যুক্ত করা হলে এর ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনগেজেট