আবার শুরু হয়েছে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতা

সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ (মাঝে)সংগৃহীত

মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি করতে আবারও সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার আয়োজন করছে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। তথ্যপ্রযুক্তিবিষয়ক এ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ছয় বিজয়ী চীনে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে হালনাগাদ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। শুধু তা–ই নয়, সেরা তিন শিক্ষার্থী পাবেন ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টওয়াচ পুরস্কার। গতকাল বুধবার রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশে একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনের জন্য আমাদের বর্তমান শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রাম তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার ও ব্যবহারের সুযোগ করে দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আইসিটি ক্ষেত্রে মেধা বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি চীন ও বাংলাদেশের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে এই প্রতিযোগিতা।

হুয়াওয়ে এশিয়া প্রশান্ত অঞ্চলের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে সহযোগী হিসেবে অনেক দিন ধরেই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে।

হুয়াওয়ের তথ্যমতে, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ব্যবসা এবং প্রযুক্তি বিষয়ে তিন দিনের বুট ক্যাম্প আয়োজন করা হবে। এরপর নিজেদের তৈরি প্রকল্পের ধারণাপত্র জমা দিতে হবে শিক্ষার্থীদের। প্রকল্পগুলোর সম্ভাবনা মূল্যায়ন করে বাংলাদেশ পর্ব থেকে সেরা ছয় বিজয়ী নির্বাচন করা হবে।