আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্ম

টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উদ্ভাবক, বিজ্ঞানী ও প্রকৌশলী।

আলেকজান্ডার গ্রাহাম বেলউইকিমিডিয়া

৩ মার্চ ১৮৪৭
আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্ম
টেলিফোন যন্ত্রের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উদ্ভাবক, বিজ্ঞানী ও প্রকৌশলী। তিনি মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা। বেলের বাবা, দাদা ও ভাই বক্তৃতা, বাগ্মিতা নিয়ে কাজ করেছেন। তাঁর মা ও স্ত্রী উভয়েই ছিলেন বধির। এসবই গ্রাহাম বেলের পেশাগত কাজে প্রভাব ফেলে।

মার্কিন ডাকটিকিটে আলেকজান্ডার গ্রাহাম বেল
উইকিমিডিয়া

শ্রবণ ও বাক্‌শক্তি নিয়ে বেলের গবেষণা তাঁকে শ্রবণযন্ত্র বা হিয়ারিং এইড যন্ত্র নিয়ে পরীক্ষা করতে অনুপ্রেরণা জোগায়। সেই পরীক্ষা-নিরীক্ষার ফলাফল হলো টেলিফোন যন্ত্র। ১৮৭৬ সালের ৭ মার্চ মার্কিন পেটেন্ট অফিস থেকে বেলকে টেলিফোনের জন্য প্রথম পেটেন্ট স্বত্ব প্রদান করে।

স্ত্রী ম্যাবেল গার্ডিনার হুবার্ড এবং দুই মেয়ে এলসি (বাঁয়ে) ও ম্যারিয়ানের সঙ্গে আলেকজান্ডার গ্রাহাম বেল (ডানে)। ১৮৮৫
লাইব্রেরি অব কংগ্রেসের সৌজন্যে

টেলিফোন ছাড়া আরও অনেক উদ্ভাবন রয়েছে বেলের জীবনে। এগুলোর উল্লেখযোগ্য ক্ষেত্র হলো অপটিক্যাল টেলিযোগাযোগ, হাইড্রোফয়েলস ও অ্যারোনটিকস। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং এর সাময়িকীতে বেলের ব্যাপক প্রভাব ছিল। তিনি ১৮৯৮ সালের ৭ জানুয়ারি থেকে ১৯০৩ সাল পর্যন্ত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউইয়র্ক থেকে শিকাগোর টেলিফোন সংযোগ লাইন উদ্বোধনের সময় গ্রাহাম বেল। ১৮৯২
উইকিমিডিয়া

জীবনের বিভিন্ন পর্যায়ে আলেকজান্ডার গ্রাহাম বেলের যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। বেল এডিনবার্গ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পড়াশোনা করেন। তিনি এনএএস মেম্বার (১৮৮৩), আলবার্ট পদক (১৯০২), জন ফ্রিৎয পদক (১৯০৭), এলিয়ট ক্রেসন পদকসহ (১৯১২) বেশ কিছু পুরস্কার ও স্বীকৃতি পেয়েছিলেন। ১৯২২ সালের ২ আগস্ট আলেকজান্ডার গ্রাহাম বেল মারা যান।

মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির প্রতীক

৩ মার্চ ১৮৮৫
প্রতিষ্ঠিত হলো এটিঅ্যান্ডটি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল আমেরিকান টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কোম্পানি (এটিঅ্যান্ডটি)। ভয়েস, ভিডিও কল, তথ্য আদান-প্রদান ও ইন্টারনেট সংযোগ দেয় প্রতিষ্ঠানটি। টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল, গার্ডিনার গ্রিন হুবার্ড ও টমাস স্যান্ডারস এটিঅ্যান্ডটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ সময় ধরে এটিঅ্যান্ডটি বিশ্বের সবচেয়ে বড় টেলিফোন কোম্পানি, সবচেয়ে বড় কেব্‌ল টেলিভিশন সংযোগদাতা হিসেবে একচেটিয়া ব্যবসা করেছে। গত শতকের পঞ্চাশ থেকে ষাটের দশকে এটিঅ্যান্ডটি ১০ লাখ মানুষের কর্মসংস্থান করেছিল। ২০০৫ সালে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেবি বেল এটিঅ্যান্ডটি অধিগ্রহণ করে।

হোমব্রিউ কম্পিউটার ক্লাবের নিউজলেটার
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৩ মার্চ ১৯৭৫
হোমব্রিউ কম্পিউটার ক্লাবের প্রথম সভা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্কের একটি গ্যারেজে দ্য হোমব্রিউ কম্পিউটার ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা ফ্রেড মুর ও গর্ডন ফ্রেঞ্জ ৩০ জন শৌখিন মাইক্রোকম্পিউটারবিদকে নিয়ে এ সভা করেন। কিছু যন্ত্রাংশ দিয়ে বাসায় তৈরি করা যায় অ্যালটেয়ার নামের এমন কম্পিউটার নিয়ে তাঁরা সভায় আলোচনা করেন। হোমব্রিউ কম্পিউটার ক্লাব ও এর সদস্যরা পরবর্তী সময়ে পারসোনাল কম্পিউটার জনপ্রিয় করে তোলার কাজে নেতৃত্ব দেন।