পুরস্কার পেল অনলাইন গেম প্রতিযোগিতা ‘ডিওয়ান কাপ বাংলাদেশ’-এর বিজয়ীরা

‘ডিওয়ান কাপ বাংলাদেশ-২০২২’-এ চ্যাম্পিয়ন ট্রফি হাতে একটি দল
ছবি: সংগৃহীত

অনলাইন গেমস প্রতিযোগিতা ‘ডিওয়ান কাপ বাংলাদেশ-২০২২’-এ তিনটি ভিন্ন খেলায় জয়ী তিন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গত রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনলাইনভিত্তিক এই টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসকভারি ওয়ান লিমিটেডের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয় গত ১৪ জুন। এক মাসের বেশি সময় ধরে প্রতিযোগিতা শেষে ‘ডোটা-২’ গেমসে ‘কোভানেন্ট’, ‘এমএলবিবি’ গেমসে ‘ভেনম সিআর’ ও ‘ভ্যালোরেন্ট চ্যাম্পিয়নস’ গেমসে ‘সেপটেম এক্সিয়েরিয়েন্ট’ বিজয়ী হয়েছে। এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে মোট ৪০ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের অনলাইন বা ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিতে সুফল বয়ে আনবে। ই-স্পোর্টস গেমগুলো এখন শুধু সময় কাটানোর জন্য নয় বরং বাংলাদেশের তরুণদের জন্য ক্যারিয়ারেও সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিসকভারি ওয়ান লিমিটেডের চেয়ারম্যান প্রত্যয় হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শাদাব হোসেন, ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের সিএফও রাজিব খান ও সিওও মো. মাসুদুর রহমান, প্যারামাউন্ট ভেঞ্চার ক্যাপিটালের সিএফও মোহাম্মদ জাহিদুল আবেদীন এবং লেভেল-৭ সলিউশন লিমিটেডের সিইও মো. অলিউর রহমান সোহান।