ফেসবুক স্টোরিজ থেকে ছবি বা ভিডিও মুছে ফেলা যায় যেভাবে

ফেসবুকরয়টার্স

ফেসবুকের জনপ্রিয় একটির ফিচার হলো ফেসবুক স্টোরিজ। ফেসবুক স্টোরিজের মাধ্যমে ছবি, গান ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করা যায়। একটি স্টোরিজ ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। এরপর স্বয়ংক্রিয়ভাবেই মুছে যায়। ছবি বা ভিডিওর স্টোরিজ সাধারণত পুরো পর্দাজুড়ে দেখা যায় এবং স্বল্প দৈর্ঘ্যের হয়। এটিই এর বৈশিষ্ট্য। মুঠোফোনের ক্যামেরা দিয়ে কোনো তাৎক্ষণিক মুহূর্তও স্টোরি হিসেবে দেওয়ার সুযোগ রয়েছে। তবে অনেক সময় ভুলবশত কোনো ছবি বা ভিডিও স্টোরি হিসেবে পোস্ট হয়ে যায়। এ ক্ষেত্রে ফেসবুকের অপশনের মাধ্যমে সেই স্টোরি মুছে ফেলার সুযোগও রয়েছে।

প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিউজফিডের একেবারে ওপরে অবস্থান করা স্টোরিজ সেকশনে যেতে হবে। স্টোরিতে ক্লিক করতে হবে। স্টোরির ডান দিকে ওপরে তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। ডিলিট ফটো বা ভিডিও অপশনে ক্লিক করতে হবে। ফেসবুক অ্যাপ থেকে স্টোরির ছবি বা ভিডিও মুছে ফেললে সেটি স্বয়ংক্রিয়ভাবে মেসেঞ্জার অ্যাপ থেকেও মুছে যাবে। স্টোরিতে কোনো পরিবর্তন আনলে সেটি ফেসবুক অ্যাপ ও মেসেঞ্জার দুই প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য হয়।
সূত্র: গ্যাজেটস নাউ