নতুন বছরে বদলে যাচ্ছে এক্স, কী পরিবর্তন আসবে
খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছুর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যোগ করছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার ‘পেমেন্ট’ সুবিধাসহ আরও বেশি কিছু সুবিধা যুক্ত হচ্ছে এক্সে।
এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো এক এক্স পোস্টে জানিয়েছেন, ২০২৪ সালে বিশ্বকে বদলে দিয়েছে এক্স। ২০২৫ সালে এক্স টিভি, এক্স মানি, গ্রকসহ আরও অনেক কিছু যুক্ত হচ্ছে এক্সে। তবে এক্সে নতুন যুক্ত হতে যাওয়া সুবিধাগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি লিন্ডা ইয়াকারিনো।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ‘এক্স মানি’ সুবিধার মাধ্যমে এক্স থেকেই বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধসহ অর্থ আদান-প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। অপর দিকে এক্স টিভি অ্যাপের মাধ্যমে ইউটিউবের আদলে ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের আদান-প্রদান করা ভিডিওগুলো টেলিভিশনের বড় পর্দায় দেখতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার ‘গ্রক’ চ্যাটবট ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। আর তাই এক্সে গ্রক চ্যাটবট যুক্ত হলে এক্স ব্যবহারের সময়ই অনলাইন থেকে বিভিন্ন তথ্য সহজে জানতে পারবেন ব্যবহারকারীরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া