উদ্যোক্তাদের হতাশ হওয়া চলবে না

উদ্যোক্তা সমাবেশে অংশগ্রহণকারীরা
ছবি: সংগৃহীত

উদ্যোক্তাদের হতাশ হলে চলবে না। লেগে থাকার মানসিকতা থাকতে হবে। কোনো উদ্যোগ সফল না হলে, সেখানে থেমে গিয়ে হতাশ হয়ে বসে থাকলে হবে না। অতীত ভুলে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। আজ শনিবার রাজধানীর অদূরে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রাঙ্গণে ‘উদ্যোক্তা সমাবেশ–২০২৩’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বক্তারা আরও বলেন, উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় সচেতন হতে হবে। নিজের দিকে যেমন খেযাল রাখতে হবে, তেমনি আপনার কর্মী ও ক্রেতাদেরও সমান গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তাবিষয়ক ফেসবুক গ্রুপভিত্তিক উদ্যোগে ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ এবং ডিআইইউর ইনোভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের যৌথ আয়োজনে সকালে ‘উদ্যোক্তা সমাবেশ ২০২৩’–এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। এ সময় তিনি নিজের উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উদ্যোক্তা সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

উদ্বোধনের পরেই শুরু হয় ‘উদ্যোক্তার দিনরাত্রি’–বিষয়ক প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে ছিলেন এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ তৌহিদুর রহমান, উইমেন ইন ডিজিটালের উদ্যোক্তা আচিয়া খালেদা, ই–কুরিয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ ও শাবাব লেদারের মাকসুদা খাতুন। আলোচনায় তাঁরা বলেন, কাজের সময় দিনরাত বলে কিছু থাকে না। কাজ শেষ করাই তখন মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সঞ্চালক চাকরি খুঁজব না চাকরি দেব–এর সভাপতি মুনির হাসান বলেন, জীবনে শৃঙ্খলা না থাকলে কাজে সফলতা আসবে না। সুশৃঙ্খল জীবনযাপনই আপনাকে ভালো রাখবে এবং এগিয়ে নেবে। যত কাজেই থাকুক না কেন, সময়মতো খেতে হবে। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে আপনাদের উদ্যোগ এগিয়ে নেওয়ার কেউ থাকবে না। তাই সবার আগে নিজের শরীর ও মন। উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, সকালেই ঘুম থেকে উঠতে হবে। আর রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। দিন যত বড় করতে পারবেন, আপনি তত বেশি কাজ করতে পারবেন।

‘উদ্যোক্তার মনের বন্ধু’ বিষয়ে আলোচনা করেন মানসিক স্বাস্থ্যসেবা উদ্যোগ মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা। তিনি বলেন, ‘মন ভালো না থাকলে কোনো কাজেই ভালোভাবে করা যায় না। তাই সবার আগে মন ভালো রাখতে হবে। তাহলেই আপনাদের উদ্যোগ ভালোভাবে এগিয়ে যাবে। শরীরের অসুখ সারাতে আমরা ওষুধ খাই, বিশ্রাম নিই, ডাক্তার দেখানোসহ অনেক কিছুই করি। কিন্তু মনের অসুখ ভালো করার জন্য তেমন কিছু করি না। এটা ঠিক না। শরীর ভালো রাখা যেমন কাজের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি মনকেও ভালো রাখাটা জরুরি।’

দিনব্যাপী এই উদ্যোক্তা সমাবেশে নানা অধিবেশন সেশন, আড্ডা, মজা ও নেটওয়ার্কিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে নানা আয়োজন ছিল।