গুগল আনছে নতুন স্মার্টফোন, স্মার্ট ঘড়ি

নতুন স্মার্টফোন ও স্মার্ট ঘড়ি আনছে গুগলগুগল

নতুন আইফোন বাজারে আসার এক মাস পার না হতেই নিজেদের তৈরি পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোন ও স্মার্ট ঘড়ি আনছে গুগল। কাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো নামের দুটি স্মার্টফোনের পাশাপাশি পিক্সেল স্মার্ট ঘড়ির ঘোষণা দেবে গুগল।

নতুন পণ্যের বিষয়ে গুগল কোনো তথ্য না জানালেও বিশ্লেষকদের ধারণা, পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোন দুটিতে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি টেন্সর জি২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৬.৩ ইঞ্চি পর্দার পিক্সেল ৭ মডেলের স্মার্টফোনে ৮ গিগাবাইট র‍্যামসহ ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অপর দিকে ৬.৭ ইঞ্চি পর্দার পিক্সেল ৭ প্রো মডেলে থাকছে ১২ গিগাবাইট র‍্যামসহ ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা।

গুগলের পিক্সেল ব্র্যান্ডের স্মার্ট ঘড়িতে ওয়্যার ওএস ৩-এর হালনাগাদ সংস্করণের পাশাপাশি ফিটবিটের বিভিন্ন সুবিধা যুক্ত করা হতে পারে। ফলে সময় দেখার পাশাপাশি স্বাস্থ্যগত বিভিন্ন তথ্যও জানা যাবে। তবে এ ঘড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

কাল বৃহস্পতিবার রাত ৮টায় এ সম্মেলন শুরু হবে। ইউটিউবে সম্মেলন সরাসরি দেখা যাবে এই ঠিকানায়

সূত্র: দ্য ভার্জ