ব্লুমবার্গ নিউ ইকোনমি ক্যাটালিস্টস ২০২৩ তালিকায় শিখোর শাহীর চৌধুরী

শাহীর চৌধুরীসংগৃহীত

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ প্রতিবছর নতুন উদ্ভাবনী শক্তি এবং ধারণা দিয়ে বিশ্বকে বদলে দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে। ‘ব্লুমবার্গ নিউ ইকোনমি ক্যাটালিস্টস’ নামের এ তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের অনলাইন শিক্ষা উদ্যোগ শিখোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী। ব্লুমবার্গের সম্পাদকীয় প্যানেলের মাধ্যমে নির্বাচিত এ তালিকায় ১২টি দেশের ২০ ব্যক্তি স্থান পেয়েছেন। ২০২৩ সালের নির্বাচিত ক্যাটালিস্ট দলের সদস্যরা আগামী নভেম্বর মাসে সিঙ্গাপুরে ব্লুমবার্গের বার্ষিক নিউ ইকোনমিক ফোরামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন

ব্লুমবার্গ নিউ ইকোনমি ক্যাটালিস্টস তালিকায় স্থান পাওয়া অন্য ব্যক্তিরা হলেন, ব্রাজিলের ম্যাবি বায়োর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কারিগরি কর্মকর্তা ম্যারিনা বেলিনতারি এবং ইকো প্যানপ্ল্যাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ কার্ডোস; ভারতের কার্জের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনু চোপড়া, টাকাচারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ মোহন এবং আপনা ক্লাবের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রুতি শ্রুতি; পেরুর ল্যাবরেটরিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ম্যারিনা কোস্টা চিকা; মেক্সিকোর নিউপোর্টসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলফোসো ডি লস রিওস; অস্ট্রেলিয়ার লোম বায়োর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গাই হাডসন; ইন্দোনেশিয়ার প্লায়াংয়ের সহপ্রতিষ্ঠাতা ক্লডিয়া কোলোনাস; কেনিয়ার রোমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ লভসট্রম, মুকুরু ক্লিন স্টোভসের প্রতিষ্ঠাতা চার্লট ম্যাগাই এবং পেজেশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্ডা মোরা; দক্ষিণ আফ্রিকার লিলাপা এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পেলোনোমি মোইলোআ; যুক্তরাষ্ট্রের এওএ ডিএক্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরিয়ানা পাপিন-জোগবি, ফ্লাডবেজের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেথ টেলম্যান এবং অর্থারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম ওয়েনচেল; মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিমন্ত্রী আমিনাথ শাওনা; ইন্দোনেশিয়ার হারারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজি ওয়াহইউ এবং হংকংয়ের আর্চিরেফের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভ্রিকো ইউ।

ব্লুমবার্গ নিউ ইকোনমি ক্যাটালিস্টস ২০২৩-এর তালিকায় স্থান পাওয়ার বিষয়ে শাহীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দলের কঠোর পরিশ্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। বিশ্বব্যাপী মানুষের কাছে নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ।’

জাতীয় পাঠক্রম শিক্ষাকে অনলাইনে সহজ ও সাশ্রয়ী করে তুলতে ২০১৯ সালে শিখো চালু করেন শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়া। শিখোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন শাহীর চৌধুরী। জিশান জাকারিয়া শিখোর পরামর্শক।