টিকটক ভিডিও নির্মাতাদের জন্য সুখবর

টিকটক ভিডিওরয়টার্স

ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আবারও ভিডিও প্রকাশের সময় বাড়াচ্ছে টিকটক। বর্তমানে টিকটকে সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও প্রকাশ করা গেলেও নতুন এ উদ্যোগের আওতায় চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ৩০ মিনিটের ভিডিও প্রকাশ করতে পারবেন নির্মাতারা।

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে ভিডিও প্রকাশের সময় বাড়াচ্ছে টিকটক। এরই ধারাবাহিকতায় আবারও ভিডিও প্রকাশের সময় বাড়াতে যাচ্ছে টিকটক। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ ম্যাট নাভার্না জানিয়েছেন, টিকটকের সর্বশেষ বেটা সংস্করণে ৩০ মিনিটের ভিডিও প্রকাশের সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।

আরও পড়ুন

ম্যাট নাভার্নার তথ্যমতে, টিকটকের সর্বশেষ বেটা সংস্করণে ভিডিও প্রকাশ করতে গেলেই একটি পপআপ বার্তা দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘৩০ মিনিটের ভিডিও উপস্থাপন করা যাচ্ছে—আপনি এখন ৩০ মিনিট পর্যন্ত ভিডিও প্রকাশ করতে পারবেন।’ তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি টিকটক।

আরও পড়ুন

২০১৬ সালে আকারে ছোট ভিডিও প্রকাশের সুযোগ দিয়ে যাত্রা শুরু করে টিকটক। শুরুতে ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করা গেলেও ধীরে ধীরে প্রকাশের সময় বাড়িয়েছে প্ল্যাটফর্মটি। নিয়মিত ভিডিও প্রকাশের সময় বাড়ানোর ফলে বর্তমানে ইউটিউবের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে টিকটক।

সূত্র: বিজিআর ডটকম

আরও পড়ুন