ভিডিও নির্মাতাদের মনিটাইজেশনের শর্ত আরও কঠোর করছে ইউটিউব
ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক ভিডিওর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে ইউটিউবে থাকা ভিডিওর মান কমে যাওয়ার পাশাপাশি মনিটাইজেশন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। আর তাই পরিস্থিতি সামাল দিতে নতুন নীতিমালা তৈরি করেছে ইউটিউব। ১৫ জুলাই থেকে নতুন নীতিমালা কার্যকর করা হবে।
নতুন নীতিমালায় ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ওয়াইপিপি) যুক্ত থাকা নির্মাতাদের মনিটাইজেশনের শর্ত আরও কঠোর করা হয়েছে। নীতিমালার আওতায় পুরোনো একাধিক ভিডিও থেকে ক্লিপ সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে নতুন ভিডিও তৈরি করা হলে সেগুলো মনিটাইজেশনের আওতায় পড়বে না। নতুন এ পরিবর্তনকে বেশ গুরুত্ব দিচ্ছেন ভিডিও নির্মাতারা, কারণ বর্তমানে এআই ব্যবহার করে অনেকেই নিয়মিত ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করেন।
জেনারেটিভ এআই টুলের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর, পুরোনো ভিডিও ক্লিপ দিয়ে নিম্নমানের ভিডিও তৈরির সংখ্যা বেড়েছে। এ ধরনের ভিডিওকে অনেকেই ‘এআই স্লোপ’ বলে উল্লেখ করে থাকেন। মূলত এ ধরনের ভিডিওর বিস্তার ঠেকাতেই নতুন নীতিমালা তৈরি করেছে ইউটিউব।
ইউটিউবের নতুন নীতিমালা নিয়ে নির্মাতাদের মধ্যে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়েছে। তবে ইউটিউবের হেড অব এডিটোরিয়াল অ্যান্ড ক্রিয়েটর লিয়াজোঁ রেনে রিচি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পুরোনো নীতিমালার প্রয়োগ আরও কার্যকরভাবে নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরাবৃত্তিমূলক ভিডিও বরাবরই ইউটিউবের মনিটাইজেশন নীতিমালার বাইরে ছিল। আমরা এখন তা আরও স্পষ্টভাবে প্রয়োগ করতে যাচ্ছি।
সূত্র: ইন্ডিয়া টুডে