ইয়ুথ টেক সামিটে তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আহ্বান

ইয়ুথ টেক সামিটে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে অতিথিরাসংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো নতুন প্রযুক্তি নিয়ে কাজের নেতৃত্ব শুধু তরুণেরাই দিতে পারেন। এ জন্য তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিতে হবে। শুধু তাই নয়, প্রযুক্তির এই পরিবর্তনের সময় প্রচুর নতুন বিনিয়োগ প্রয়োজন। এই পর্যায়ে নতুন করে তথ্যপ্রযুক্তি খাতে কর বা ভ্যাট আরোপ করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইয়ুথ টেক সামিট’ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইয়ুথ টেক সামিট কর্তৃপক্ষ।

দেশে তরুণদের নিয়ে কাজ করা ১৪টি সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, তরুণেরাই দেশের ভবিষ্যৎ তৈরি করবেন। আর তাই তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে বিবেচনা করছে প্রাণ-আরএফএল গ্রুপ।

ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) চেয়ারম্যান ও ই–জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, ‘অনুদান চাই না। আমরা বৈশ্বিক প্রতিযোগিতার জন্য একটা অনুকূল পরিবেশ চাই। এ জন্য তথ্যপ্রযুক্তি খাতে আগামী তিন বছর কর অব্যাহতি সুবিধা চালু রাখতে হবে।’ পরে ধীরে ধীরে সহনীয় মাত্রায় কর আরোপের পরামর্শও দেন তিনি।

প্রথমবারের মতো আয়োজিত ইয়ুথ টেক সামিটে ২০ জন সফল তরুণ উদ্যোক্তা কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। গোলাম সামদানির সঞ্চালনায় সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কবির, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) প্রেসিডেন্ট নাজনীন নাহার, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান প্রমুখ।