জিপিটি নিয়ে ঢাকায় কর্মশালা

কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচক ও অতিথিরা
সংগৃহীত

রাজধানীর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর জিপিটি (জেনারেটিভ প্রি–ট্রেইনড ট্রান্সফরমার)–৩–এর ওপর একটি কর্মশালা আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জিপিটি–৩–এর সম্ভাব্যতার সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করানো হয়। কীভাবে এটি দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, সে বিষয়েও ধারণা দেওয়া হয়। কর্মশালা পরিচালনা করেন সফটওয়্যার প্রকৌশলী ফারদীম মুনির। এ কর্মশালায় ভবিষ্যতে রাজধানী ঢাকায় এআই হ্যাকাথন আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে বিপ্লব ঘটিয়েছে এই জিপিটি–৩ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মুক্ত করেছে। প্রযুক্তি–দুনিয়ার এখন সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট—চ্যাটজিপিটি।

ফারদীম মুনির
সংগৃহীত

গত বছরের নভেম্বরে চালু হয় চ্যাটজিপিটি। দ্রুত জনপ্রিয়তা পায় এটি। এর পর থেকে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন। চ্যাটজিপিটি হচ্ছে একটি মেশিন লার্নিং মডেল। চ্যাটজিপিটিকে যেকোনো প্রশ্ন করলে লিখিত আকারে মানুষের মতো উত্তর দিতে পারে। কোনো কিছুর ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা দিতে পারে। কোনো কম্পিউটার প্রোগ্রাম লিখে দিতে বললে, তা লিখে দেয়। কোনো একটা বিষয়ের ওপর নিবন্ধ লিখতে বললেও লিখে দেয়। নির্ভুল শব্দচয়ন ও ভাষা ব্যবহার করায় চ্যাটজিপিটির লেখা মানুষের মতোই হয়ে থাকে। তাই এরই মধ্যে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের বিং সার্চ ইঞ্জিন ও এজ ব্রাউজারে যুক্ত করেছে মাইক্রোসফট।

এই কর্মশালায় জিপিটি–৩–এর সক্ষমতা নিয়ে আলোচনার পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কাজে এর ব্যবহার নিয়েও কথা বলা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর এআই হ্যাকাথনের আয়োজন করা হবে।