দেশে এটিএম ও সিআরএম যন্ত্র সংযোজন কারখানা চালু

এটিএম ও সিআরএম মেশিন সংযোজন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) এবং সিআরএম (ক্যাশ রিসাইকেলার মেশিন) মেশিন সংযোজন কারখানা চালু করেছে যারা যামান টেকনোলজি লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লা এ কারখানার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হংকংভিত্তিক জিআরজি ব্যাংকিং ইকুইপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা লু। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যারা যামান টেকনোলজি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা যামান টেকনোলজি লিমিটেড এক দশক ধরে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল, কন্ট্র্যাক্ট সেন্টার, সাইবার নিরাপত্তা, সুইচিংসহ অন্যান্য প্রযুক্তি সুবিধা দিচ্ছে। পাশাপাশি এটিএম, সিআরএম, রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম), স্মার্ট টেলার মেশিন (এসটিএম), পয়েন্ট অব সেলস (পিওএস), সিকিউরিটি ইনফরমেশন ও ইভেন্ট ম্যানেজমেন্ট (এসআইইএম), কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ইত্যাদি পণ্যও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।

সংযোজন কারখানা চালুর বিষয়ে যারা যামান টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান বলেন, সংযোজন কারখানাটি শুধু দেশেই নয়, এটিএম-সিআরএমের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে রপ্তানির দরজাও খুলে দেবে।