ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশের সময় আগেই ঠিক করা যাবে

ইনস্টাগ্রামপেক্সেলস

ইনস্টাগ্রামের অ্যাপ শিডিউল সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি, ভিডিও বা রিলস পোস্ট করা যায়। ফলে কাজে ব্যস্ত থাকলেও নিয়মিত এক বা একাধিক পোস্ট করা যায় ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা সর্বোচ্চ আড়াই মাস পর্যন্ত পোস্ট শিডিউল করতে পারবেন।

আরও পড়ুন

নির্দিষ্ট সময়ে পোস্ট পাঠানোর জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার শিডিউল করা পোস্টের ছবি বা ভিডিও নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর পোস্টে ক্যাপশন বা প্রয়োজনীয় ফিল্টার যুক্ত করে অ্যাডভান্সড সেটিংস থেকে ‘শিডিউল দিস পোস্ট’ টগল চালু করলেই তারিখ ও সময় নির্বাচনের অপশন পাওয়া যাবে। অপশনটি থেকে পোস্ট প্রকাশের সময় ও তারিখ নির্বাচন করে শিডিউল বাটনে ক্লিক করতে হবে।
সূত্র: বিজিআর ডটইন

আরও পড়ুন