সাম্প্রতিক প্রযুক্তির যত প্রসেসর

কম্পিউটারের প্রধান চালিকাশক্তিই হলো প্রসেসর। এটি কম্পিউটারের সব ধরনের তথ্যকে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করে তোলে। প্রসেসরের গতি যত বেশি হবে তত দ্রুত কাজ করবে কম্পিউটার।

নিয়মিত বিরতিতে বাড়ছে প্রসেসরে গতি। কম্পিউটারে ব্যবহারের জন্য ইন্টেল ও এএমডির (অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস) প্রসেসর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। দুটি প্রতিষ্ঠানই প্রসেসরের প্রযুক্তি নিয়ে সবসময় গবেষণা করে থাকে। এবার জানা যাক সাম্প্রতিক প্রযুক্তির কয়েকটি প্রসেসর সম্পর্কে।

ইন্টেল এল্ডার লেক কোর আই ৯ ১২৯০০কে

ইন্টেলের ১২ প্রজন্মের এই প্রসেসরের ক্লক স্পিড ৩.২০ থেকে ৫.২০ গিগাহার্টজ পর্যন্ত। ১৬ কোরের প্রসেসরটির স্মার্ট ক্যাশ মেমোরি ৩০ মেগাবাইট। আনলক প্রসেসর হওয়ায় এটি ওভার ক্লক মানে ক্লক স্পিড বাড়িয়ে ব্যবহার করা যায়।

ইন্টেল এল্ডার লেক কোর আই ৭ ১২৭০০কে

কোর আই ৯ প্রসেসরে ইন্টেলের সর্বশেষ প্রযুক্তি যোগ হয়েছে

ইন্টেলের ১২ প্রজন্মের এই প্রসেসরের ক্লক স্পিড ৩.৬০ গিগাহার্টজ থেকে ৫.০০ গিগাহার্টজ পর্যন্ত। ১২ কোরের প্রসেসরটির স্মার্ট ক্যাশ মেমোরি ২৫ মেগাবাইট। এটিও আনলক প্রসেসর।

ইন্টেল এল্ডার লেক কোর আই ৭ ১২৭০০

ইন্টেলের ১২ প্রজন্মের এই প্রসেসরের ক্লক স্পিড ২.১০ থেকে ৪.৯০ গিগাহার্টজ পর্যন্ত। ১২ কোরের প্রসেসরটির স্মার্ট ক্যাশ মেমোরি ২৫ মেগাবাইট।

ইন্টেল রকেট লেক কোর আই ৭ ১১৭০০কে

ইন্টেলের ১১ প্রজন্মের এই প্রসেসরের ক্লক স্পিড ৩.৬০ থেকে ৫.০০ গিগাহার্টজ পর্যন্ত। ৮ কোরের প্রসেসরটির স্মার্ট ক্যাশ মেমোরি ১৬ মেগাবাইট। এটি আনলক প্রসেসর।

ইন্টেল রকেট লেক কোর আই ৭ ১১৭০০

রাইজেন প্রসেসর গেম খেলার উপযোগী

ইন্টেলের ১১ প্রজন্মের এই প্রসেসরের ক্লক স্পিড ৩.৫০ গিগাহার্টজ থেকে ৪.৯০ গিগাহার্টজ। ৮ কোরের প্রসেসরটির স্মার্ট ক্যাশ মেমোরি ১৬ মেগাবাইট।

ইন্টেল কেবি লেক জিওন ইথ্রি-১২৪০ ভি৬

এটি মূলত সার্ভারের ব্যবহার করার প্রসেসর। নিজের চাহিদামতো (কাস্টমাইজ) সার্ভার তৈরি করতে চাইলে এই প্রসেসর বেশ কাজের। এর ক্লক স্পিড ৩.৭০ থেকে ৪.১০ গিগাহার্টজ পর্যন্ত। ৮ থ্রেড সুবিধার ৪ কোরের প্রসেসরটির স্মার্ট ক্যাশ মেমোরি ৮ মেগাবাইট।

এএমডি রাইজেন ৯ ৫৯৫০ এক্স

এই প্রসেসরের ক্লক স্পিড ৩.৪০ থেকে ৪.৯০ গিগাহার্টজ পর্যন্ত। ৩২ থ্রেড সুবিধার ১৬ কোরের প্রসেসরটির এল ৩ ক্যাশ মেমোরি ৬৪ মেগাবাইট। এএমডি জেন ৩ কোরের প্রসেসরটি সহজেই ওভার ক্লক করে ব্যবহার করা যায়। শক্তিশালী প্রসেসরটি গেম খেলার জন্য খুব কার্যকর।

এএমডি রাইজেন ৭ ৫৮০০ এক্স৩ ডি

এএমডি জেন ৩ কোর আর্কিটেকচার সুবিধার এই প্রসেসরের ক্লক স্পিড ৩.৪০ থেকে ৪.৫০ গিগাহার্টজ। ১৬ থ্রেড সুবিধার ৮ কোরের প্রসেসরটির এল ৩ ক্যাশ মেমোরি ৯৬ মেগাবাইট।

এএমডি রাইজেন ৭ ৫৮০০ এক্স

এএমডি জেন ৩ কোর আর্কিটেকচার সুবিধার এই প্রসেসরের ক্লক স্পিড ৩.৮০ গিগাহার্টজ থেকে ৪.৭০ গিগাহার্টজ পর্যন্ত কাজ করে। ১৬ থ্রেড সুবিধার ৮ কোরের প্রসেসরটির এল ৩ ক্যাশ মেমোরি ৩২ মেগাবাইট।

* ওপরের প্রতিটি প্রসেসর দিয়ে ত্রি–মাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন ও ভিডিও সম্পাদনার কাজ করা যাবে। এগুলো বাংলাদেশের বাজারেও এখন পাওয়া যাচ্ছে।

লেখক: হার্ডওয়্যার প্রকৌশলী