নারীদের প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা ‘বুয়েট আন্ডারস্কোর’

‘অ্যাডা লাভলেস সেলিব্রেশন’ উৎসবের বিজয়ীরাসংগৃহীত

কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস স্মরনে আয়োজিত ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘বুয়েট আন্ডারস্কোর’। দলের সদস্যরা হলেন নওশিন নাওয়াল, রামিসা আলম, রাবেয়া হোসাইন। দ্বিতীয় হয়েছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘রুয়েট রিসাইকেল বিন’। তৃতীয় হয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘চুয়েট মেলানোস্টিকটাস’।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ইএসডিজিফরবিডি প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘অ্যাডা লাভলেস সেলিব্রেশন’ শীর্ষক এ উৎসব ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার শুরু হওয়া দুই দিনের এ উৎসবে প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি পোস্টার প্রতিযোগিতা, কর্মশালা ও সেমিনারও অনুষ্ঠিত হয়। উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।