খুলনায় স্টেম ফেস্টে নিজেদের উদ্ভাবনী প্রকল্প দেখাল ছাত্রীরা
নারী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রমে আগ্রহী করতে খুলনার রূপসা উপজেলার কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাইস্কুলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘স্টেম ফেস্ট’। ‘স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রযুক্তি উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্ক্র্যাচ প্রোগ্রাম ও রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলের প্রত্যন্ত এলাকায় বসবাস করা নারী শিক্ষার্থীদের জন্যই স্টেম ফেস্টের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত এ প্রযুক্তি উৎসবে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, স্মার্ট শহর, নিরাপদ বাসস্থান ও পরিবেশসহ বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ে ১৭টি প্রকল্প প্রদর্শন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান। তিনি প্রযুক্তি উৎসবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে পাঁচটি বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ মো. গালিব, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. হেলাল আন নাহিয়ান প্রমুখ।