অ্যাপলের সিইও টিম কুকের সকাল শুরু হয় যেভাবে
অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর ২০১১ সাল থেকে অ্যাপলকে বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তাঁর নেতৃত্বেই অ্যাপল তিন লাখ ৩৬ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিত্যনতুন প্রযুক্তি ও উদ্ভাবনেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। ৬৪ বছর বয়সী টিম কুক এখনো তরুণদের মতোই কর্মক্ষম রয়েছেন। আর তাই টিম কুকের দৈনন্দিন জীবনের পাশাপাশি সফল কর্মজীবনের রহস্য জানতে আগ্রহ রয়েছে অনেকেরই। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের সাফল্যের রহস্য জানিয়েছেন টিম কুক।
টিম কুক প্রতিদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, ভোর পাঁচটায় দিন শুরু করেন। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠার এই অভ্যাসকেই নিজের সাফল্যসূত্র মনে করেন তিনি। পডকাস্টে তিনি বলেন, ‘দিনের শেষে এই অভ্যাস আপনার সব কাজ ও সময়ের জন্য শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। যে কারণে আমি দিনের এই অংশকে ভালোবাসি। এই সময়ে আমি নিজেকে আটকাতে পারি। নির্দিষ্ট কিছু বিষয়ে ফোকাস করতে পারি ও কিছুক্ষণের জন্য নীরব থাকতে পারি।’
প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠার পরে নাশতা খাওয়ার সময় কুক ই-মেইল ও বার্তা পড়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। এরপর নাশতা শেষে কর্মী ও গ্রাহকদের পাঠানো ই-মেইলের উত্তর দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি গ্রাহকদের কাছ থেকে অনেক বার্তা পাই। তাঁরা আমাকে অনেক কিছু লিখে জানান, যা তাঁদের জীবনে গুরুত্বপূর্ণ। হয়তো তাঁরা আমাকে কীভাবে অ্যাপল ওয়াচ তাঁদের জীবন বাঁচিয়েছে, তার গল্প শোনান। অনেক অবিশ্বাস্য গল্প থাকে তাঁদের ই-মেইলগুলোতে।’
সূত্র: ডেইলি মেইল