আইআইজিএবির নতুন কমিটি

আমিনুল হাকিম ও আহমেদ জুনায়েদ (ডানে)সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন আমিনুল হাকিম ও আহমেদ জুনায়েদ। গত সপ্তাহে আইআইজিএবির নির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইআইজিএবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাম। সহসভাপতি হয়েছেন মইনুল হক সিদ্দিকী ও সাইফুল সিদ্দিকি। যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে মক্তবুর রহমান ও জিয়াউল হক। এ ছাড়া পরিচালক নির্বাচিত হয়েছেন খালিদ হাসান, মো. হাসিবুর রশিদ, মো. খালিদ রায়হান ও সারাফাতউল্লাহ জাহিদ।

উল্লেখ্য, আইআইজিএবি হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের সংগঠন। সারা দেশে ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে দেশের প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে সংগঠনটি।