চাঁদেই পানি সংগ্রহ করবেন বিজ্ঞানীরা

চাঁদছবি: সংগৃহীত

পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদে মানুষের উপনিবেশ করার স্বপ্ন অনেক বছরের। চাঁদ নিয়ে নানা ধরনের গবেষণা চলছে। গবেষণার অংশ হিসেবে একটি যুগান্তকারী নতুন গবেষণার তথ্য জানা গেছে। চীনা বিজ্ঞানীরা জানান, চাঁদের পানি ও জ্বালানি তৈরি করতে পারলে মানুষের বসবাস সহজ হবে। জুল জার্নালে এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

গবেষকেরা চাঁদের মাটি থেকে পানি সংগ্রহ করবেন। নতুন প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা একই সঙ্গে কার্বন ডাই–অক্সাইডকে অক্সিজেন জ্বালানিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। এই উদ্ভাবনের কারণে চাঁদের পানি, অক্সিজেনসহ জ্বালানির মতো প্রয়োজনীয় সম্পদ নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে। আর হয়তোবা এসবের জন্য পৃথিবীর ওপর নির্ভর করতে হবে না।

চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং, শেনজেনের বিজ্ঞানী লু ওয়াং বলেন, চন্দ্রের কার্বন ডাই–অক্সাইড থেকে পানি নিষ্কাশন করার এক পরীক্ষায় আমরা সাফল্য পেয়েছি। এ ছাড়া জ্বালানির বিকল্প শক্তি ব্যবহারের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে চাঁদে মানুষ বসবাস করার দক্ষতা বৃদ্ধি পাবে। সেখানে অবকাঠামোগত উন্নয়নের খরচ ও জটিলতা হ্রাস পাবে।

বিভিন্ন মহাকাশ সংস্থা মহাবিশ্বের বিভিন্ন এলাকায় যেতে চাঁদকে সাময়িক ফাঁড়ি হিসেবে ব্যবহার করতে আগ্রহী। যদিও সেখানে পানি ও জ্বালানির সংকটের কারণে বিষয়টি নিয়ে কাজের সুযোগ কম ছিল। চীনা গবেষকদের উদ্ভাবনের কারণে চন্দ্রবুকেই পানি ও জ্বালানি তৈরির সুযোগ হচ্ছে। চাঁদে এক গ্যালন পানি পাঠানোর জন্য ৮৩ হাজার ডলার খরচ হয়। আর একজন মহাকাশচারীকে প্রতিদিন চার গ্যালন পানি পান করতে হয়। সে ক্ষেত্রে চাঁদে পৃথিবী থেকে পানি নিতে অনেক ব্যয় হবে। চন্দ্রের মাটি থেকে আগে পানি উত্তোলনের ব্যয়বহুল প্রক্রিয়া নানা কারণে বাদ পড়ে।

চীনা বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করেছেন, যা চাঁদের মাটি থেকে পানি উত্তোলন করবেন। এই প্রযুক্তির মাধ্যমে সরাসরি মহাকাশচারীদের নির্গত কার্বন ডাই–অক্সাইডকে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত করা যাবে। এটি পরে মহাকাশচারীদের শ্বাসপ্রশ্বাসের জন্য জ্বালানি ও অক্সিজেন তৈরিতে ব্যবহৃত হবে। নতুন চীনা কৌশের মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে তাপ হিসেবে রূপান্তরিত করা যাচ্ছে।

গবেষকেরা এখন পর্যন্ত নতুন প্রযুক্তি ল্যাবে পরীক্ষা করেছেন। চন্দ্রপৃষ্ঠে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানীরা ভবিষ্যতে কার্যকারিতা পরীক্ষা করতে চান।

সূত্র: এনডিটিভি