গ্রহের জন্মের ছবি তুলেছেন বিজ্ঞানীরা

মহাকাশফাইল ছবি: নাসা

মহাবিশ্ব মানেই নিত্যনতুন রহস্যের উন্মোচন। সম্প্রতি ওয়েব স্পেস টেলিস্কোপ ও ইউরোপীয় স্পেস এজেন্সির আলমা টেলিস্কোপ ব্যবহার করে এইচওপিএস-৩১৫ নামের একটি নক্ষত্রের চারপাশে পাথুরে গ্রহ গঠনের প্রাথমিক পর্যায়ের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। গ্রহটিতে সিলিকন মনোক্সাইড গ্যাস ও স্ফটিক সিলিকেট খনিজ পদার্থ রয়েছে বলে জানা গেছে। বিজ্ঞানীরা বলেন, ‘গ্রহের জন্মের ছবি ও তথ্যের মাধ্যমে আমাদের নিজস্ব সৌরজগতের শুরুর সময়টা কেমন ছিল, তা জানার সুযোগ পাওয়া যাবে।’

নতুন গ্রহটির বিষয়ে নেদারল্যান্ডসের লিডেন অবজারভেটরির বিজ্ঞানী মেলিসা ম্যাকক্লুর বলেন, ‘আমরা এক উত্তপ্ত অঞ্চলের সরাসরি আভাস পেয়েছি। সেখানে পৃথিবীর মতো পাথুরে গ্রহ নবীন প্রটোস্টারের চারপাশে জন্ম নিচ্ছে। প্রথমবারের মতো এমন ঘটনা দেখছি আমরা। চূড়ান্তভাবে বলা যায়, সেখানে গ্রহ গঠনের প্রথম ধাপ বিকশিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ফ্রেড সিয়েসলা বলেন, এমন পর্যবেক্ষণ উদীয়মান গ্রহ ব্যবস্থার অভ্যন্তরীণ কার্যকারিতার একটি অনন্য আভাস। এমন একটি ঘটনার জন্য আমরা অপেক্ষা করছিলাম।’

বিজ্ঞানীদের তথ্যমতে, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও চিলির ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি গ্রহের জন্মের সময়কার তথ্য সংগ্রহ করছে। নক্ষত্রটি আমাদের সৌরজগতের মতো হলুদ বামন নক্ষত্র। বয়স হবে ১ থেকে ২ লাখ বছর। গ্রহটি পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৩৭০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

প্রাথমিক পর্যায়ে থাকায় মহাকাশের অন্ধকার শূন্যতার বিপরীতে জ্বলজ্বল করছে জন্ম নেওয়া গ্রহটি। যদিও নক্ষত্রকে কেন্দ্র করে চারপাশে কতগুলো গ্রহ তৈরি হতে পারে, তা এখনই জানা অসম্ভব। সূর্যের মতো বিশাল গ্যাস ডিস্কের কারণে একাধিক গ্রহ তৈরি হতে পারে সেখানে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া