বাণিজ্যিক জাহাজের কারণে হুমকির মুখে তিমির বিভিন্ন প্রজাতি
সমুদ্রে তিমিদের আবাসস্থলের ওপর দিয়ে নিয়মিত চলাচল করে থাকে বিভিন্ন দেশের বড় বড় বাণিজ্যিক জাহাজ। বিশাল আকারের বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে তিমিসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মৃত্যুর হার বাড়ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার (ইউসিএসবি) গবেষকেরা বাণিজ্যিক জাহাজের আঘাতে তিমির মৃত্যুর ঘটনা জানতে একটি সমীক্ষা করেছেন। সেখানে বলা হয়েছে, নীল তিমি, ফিন, হাম্পব্যাক ও স্পার্ম তিমির ৯২ শতাংশ আবাসস্থলের ওপর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। এর ফলে বাণিজ্যিক জাহাজের আঘাতে বড় প্রজাতির তিমিগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে। এ বিষয়ে বিজ্ঞানী রাচেল রোডস বলেন, ‘আমরা বিশ্বব্যাপী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছি। এই সামুদ্রিক প্রাণীগুলোর মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ।’
বড় বড় জাহাজের সঙ্গে সংঘর্ষের কারণে তিমিগুলো প্রায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে বিজ্ঞানী ব্রায়ানা আব্রাহামস জানিয়েছেন, প্রতিবছর তিমির আবাসের মধ্যে হাজার হাজার জাহাজ চলাচল করছে। আগামী দশকে বিশ্ববাণিজ্য আরও বাড়ছে, তিমির সঙ্গে সংঘর্ষ আরও বাড়বে।
তিমি বাঁচাতে স্থানীয়ভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিমির উপস্থিতি শনাক্ত করে বিভিন্ন জাহাজকে চলাচলের সময় সতর্কসংকেত দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিপন্ন প্রজাতির তিমি রক্ষায় বাণিজ্যিক জাহাজকে মে থেকে ডিসেম্বর পর্যন্ত গতি কমিয়ে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে। তবে এসব উদ্যোগের পরও কমছে না তিমির মৃত্যু।
সূত্র: আর্থ ডট কম