বজ্রপাত নিয়ন্ত্রণে ড্রোন

বজ্রপাত থেকে সুরক্ষা পেতে ড্রোন ব্যবহার করে সফল হয়েছেন বিজ্ঞানীরারয়টার্স

বজ্রপাতকে নিয়ন্ত্রিত শক্তিতে পরিণত করতে সক্ষম ড্রোন–প্রযুক্তি আবিষ্কার করেছেন জাপানের নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন করপোরেশনের (এনটিটি) বিজ্ঞানীরা। নতুন এ প্রযুক্তির মাধ্যমে বজ্রপাতের সময় সঞ্চিত শক্তিকে গতিশীল ও চুম্বকীয় আকারে রূপান্তরিত করা যায়।

বিজ্ঞানীদের তথ্যমতে, নতুন এই প্রযুক্তিতে বজ্রপাত–প্রতিরোধী ইউএভি বা মানবহীন আকাশযান ব্যবহার করা হয়েছে। বজ্রপাতের কাছাকাছি উড়ে কন্ডাক্টরের মাধ্যমে বজ্রপাতকে নিরাপদে মাটিতে আকর্ষণ করতে পারে এই ড্রোন, যা বজ্রপাত থেকে মানুষ ও ভবনকে ক্ষতি থেকে রক্ষা করে। শুধু তা–ই নয়, প্রয়োজনে সংকুচিত বাতাস ও অন্যান্য চার্জিংয়ের পদ্ধতি ব্যবহার করে বজ্রপাতের শক্তিকে আবার ব্যবহারের জন্য সংরক্ষণও করা যাবে।

বজ্রপাত থেকে সুরক্ষা পেতে এরই মধ্যে ড্রোন ব্যবহার করে সফলও হয়েছেন এনটিটির বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, বজ্রপাত সুরক্ষা খাঁচার মধ্যে রাখা নতুন প্রযুক্তিনির্ভর ড্রোন বজ্রপাতের গতিপথ পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারছে। নতুন এই প্রযুক্তি বৈদ্যুতিক ক্ষেত্রের সঞ্চালনাকে ব্যবহার করে বজ্রপাত থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে রক্ষা করতে পারে।

বর্তমানে প্রতি মিনিটে বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার বজ্রপাত মাটিতে আঘাত হানে। বজ্রপাতের শক্তি নিয়ন্ত্রণ করে শহর ও অবকাঠামোর ক্ষতি কমানো গেলে নতুন এ প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী বজ্রপাত সুরক্ষায় বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি