প্রথমবারের মতো মহাকাশ ঘুরে এলেন সেই মা ও মেয়ে

‘গ্যালাকটিক জিরো টু’তে চড়ে মহাকাশ ঘুরে এসেছেন মা ও মেয়েএএফপি

মার্কিন মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের মহাকাশ যানে চড়ে প্রথমবারের মতো একসঙ্গে মহাকাশ ঘুরে এসেছেন অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ বছর বয়সী অ্যানাস্তাতিয়া মায়ার্স এবং তাঁর মা কেইশা শাহাফ। গতকাল বৃহস্পতিবার ভার্জিন গ্যালাকটিকের ‘গ্যালাকটিক জিরো টু’ মহাকাশ যানে চড়ে মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন তাঁরা।

কেইশা শাহাফ (বাঁয়ে) ও অ্যানাস্তাতিয়া মায়ার্স
ভার্জিন গ্যালাকটিক

ভার্জিন গ্যালাকটিকের প্রথম এ বাণিজ্যিক মহাকাশ ভ্রমণে মা ও মেয়ের পাশাপাশি ৮০ বছর বয়সী জন গুডউইন নামের এক ব্যক্তিও ছিলেন। তিনি ১৯৭২ সালে ব্রিটেনের হয়ে অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। মহাকাশ ভ্রমণ শেষে তিনি জানান, ‘দিনটি নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে আনন্দের ছিল।’

জিরো গ্রাভিটিতে মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য দেখছেন আরোহীরা
এএফপি

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে ‘গ্যালাকটিক জিরো টু’। যাত্রা শুরুর ৪৫ মিনিট পর মহাকাশযানেই ‘জিরো গ্রাভিটি’ বা ওজনহীনতার অভিজ্ঞতার স্বাদ পান আরোহীরা। কিছু সময় মহাকাশে ঘোরার পাশাপাশি মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও দেখেন তাঁরা। মহাকাশ ভ্রমণের দৃশ্য সরাসরি ভিডিও সম্প্রচার করেছে ভার্জিন গ্যালাকটিক।

আরও পড়ুন

ভার্জিন গ্যালাকটিক এ নিয়ে দ্বিতীয়বারের মতো মহাকাশ ভ্রমণের আয়োজন করল। এবারের মহাকাশ ভ্রমণের জন্য একেকজন যাত্রীকে দিতে হয়েছে সাড়ে চার লাখ মার্কিন ডলার। এর আগে গত জুন মাসে ‘গ্যালাকটিক জিরো ওয়ান’ নামে একটি মহাকাশ ভ্রমণ সম্পন্ন করে ভার্জিন গ্যালাকটিক। প্রথম যাত্রায় ৮৫ কিলোমিটার উচ্চতায় গেলেও এবারের যাত্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় যায় ‘গ্যালাকটিক জিরো টু’ মহাকাশ যান।
সূত্র: এনডিটিভি